Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 14 January 2019

প্রকৃত বুদ্ধিজীবী ঠিক কারা ! -একবার ভেবে দেখুন তো - সময় এসেছে এই শব্দ টি সঠিক ভাবে প্রয়োগ করার

"বুদ্ধিজীবী" কি ? কারা ? ও কেন ? - সময় এসেছে শব্দটিকে সঠিক ভাবে প্রয়োগ করার 

ছবি - প্রতীকী  এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা ।

🙏🙏 বুদ্ধিজীবী কি ও কারা ?আসলে বিগত কয়েকদিনে এই বুদ্ধিজীবীদের নিয়ে অনেক হেডলাইন হচ্ছে ! তাই,অল্প বুদ্ধি দিয়ে ভাবতে বসলাম যে, এই বুদ্ধিজীবী আসলে কারা !!?
😧 যদিও এই প্রশ্নের উত্তর অতি সত্বর দেওয়া খুব জটিল ঠেকবে ! কারন- মোটা অর্থে বুদ্ধিজীবী তাঁদেরই বলা হবে যারা নিজেদের বুদ্ধি খরচ করে জীবন যাপন বা জীবন ধারন করেন ।

🙄 আর এই স্মার্ট ফোনের যুগে, বুদ্ধি খরচের সাথে উচ্চ শিক্ষার ( উচ্চ পদের ) সম্পর্ক ঠিক ব্যাস্তানুপাতিক ! এটা আবার আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে প্রযোজ্য ! যিনি যত উচ্চ আসনে বসে আছেন ওনার মুখ দিয়ে ততই সাধারন কথা নির্গত হয় !
যেমন উদাহরন স্বরুপ বলা যায় - বিদ্যালয় গুলির শিক্ষক সমস্যার সমাধানে শিক্ষক নিয়োগ করতে হবে এই বুদ্ধি না বেরিয়ে ,বের হয় #ইন্তারনশিপ #শিক্ষকের তত্ব !

👉😜 আবার উল্টোটা ধরুন - ক্লাস ফোর ফেল করা ছেলাটা, হয়ত সে এখন স্থানীয় পার্টির দাদা হয়ে বিরোধীদের কিভাবে শায়েস্তা করতে হবে তাতে সবার চেয়ে বেশী বুদ্ধি  খরচ করে !!

❗❗ অথবা ধরুন শিক্ষা দপ্তরের উচ্চপদে আসীন অতি বুদ্ধিমত্তা যুক্ত কোন এক সাহেব নির্দেশ দিলেন সপ্তাহে একদিন স্কুলের ছেলেদের ডিম খাওয়াতেই হবে কিন্তু মিড ডে মিলের বরাদ্দ বাড়াবার প্রয়োজন বোধ করেন না ! অর্থাৎ বুদ্ধি দিয়ে দেখলেন না যে , ৪ টাকা ১৩ পয়সায় কিভাবে ছাত্র পিছু সপ্তাহে ডিম দেওয়া সম্ভব !!

🙏 কিন্তু ৪ টাকা ১৩ পয়সা দিয়ে কিভাবে প্রত্যেক ছাত্র ছাত্রীদের ডিম খাওয়ানো যাবে তার ব্যাবস্থা অনায়াসে করে চলেছেন 'স্বল্প বুদ্ধির' শিক্ষক শিক্ষিকারা !!

তাই, প্রকৃত বুদ্ধিজীবী কাদের বলা যায় বহুবার ভাবতে হবে আমাদের ! 😔

🤣 আবার , বর্তমানে আমরা যাদের ঠিক বুদ্ধিজীবী বলে থাকি তারা কতটা বুদ্ধির খরচ করেন তা অণুবীক্ষণ যন্ত্র🧐 ছাড়া মাপা অসম্ভব !

কারন- ইদানিং কালে তেনারা ( বর্তমান কালের বুদ্ধিজীবীর পাল ) সারা জীবনে শুধুমাত্র  একবার বুদ্ধি খাটান,সেটা হল - রাজ্যের সরকার পরিবর্তনের সময় ঠিক কোন দিকে হেলান দেবেন !?

এটা নির্ধারণ করতে অবশ্য ওনাদের বিস্তর কালঘাম ছুটে যায় ! একটু ভুল চুক হলে খেসারত দিতে হতে পারে ! যদিও এখেত্রেও তেনারা " রিভিউ " নিয়ে নিজেদের সিদ্ধান্ত সুবিধামত পরিবর্তন করতেই পারেন ও করেনও !
😜এছাড়া ওনাদের আর তেমন কিছু বুদ্ধি খরচ করতে হয় বলে তো মনে হয় না ! তবে ওনারা ভীষণভাবে "দলবদ্ধ......।" যখন ওনাদের হেলান দেওয়া দেওয়ালে কু-কথার বিজ্ঞাপন পড়ার উপক্রম হয় তখন ওনারা একসাথে তেড়ে আসেন ! তবে এমন ভাবার কোন কারন নেই যে এক্ষেত্রে ওনারা বুদ্ধি খরচ করে নির্ধারণ করেন কোন কাজে তেড়ে যাবেন আর কখন খোলকের মধ্যে গুটিয়ে থাকবেন !! কারন - পুরোটাই হয় প্রভুর ইচ্ছায় ।

আসলে দীর্ঘদিন বুদ্ধির খরচ না করে করে ওনাদের অবশিষ্ট "কয়েক মিলিগ্রাম" বুদ্ধিও ল্যামারক ও ডারউইন এর পথ ধরে বিলুপ্ত হয় ! তাই, কেবলমাত্র প্রভুর আদেশ পালন ছাড়া আর কোন পথ খোলা থাকে না যে ।

😡 সে জন্যই বর্তমান কালের কয়েকটি দালাল মিডিয়া ও প্রভু ঘোষিত তথাকথিত বুদ্ধিজীবীদের , "বুদ্ধিজীবীর পাল" বলতে বাধ্য হতে হয়।
✅ সেই অর্থে বেশী বুদ্ধির ব্যাবহার  করে থাকে পিরামিডের নিচের তলার মানুষেরা ! সবার চেয়ে বেশী বুদ্ধি  খরচ করেন তো ছিঁচকে চোর , অসৎ ব্যাবসায়ি থেকে শুরু করে পরিক্ষার খাতায় নকল করা ছেলেটি !

✔ তাই, বর্তমান কালে বুদ্ধিজীবী যদি কাওকে বলেতেই হয় তাহলে ওই প্রভুর দেওয়ালে হেলান দেওয়া একপাল মানুষ সদৃশ ভণ্ডদের না বলে প্রকৃত অর্থে বুদ্ধির জোরে খেটে খাওয়া মানুষদের বলা উচিৎ তা সে ছিঁচকে চোর হোক বা স্থানীয় দলের দাদা !!

বিদ্র ঃ ছবিটি প্রতীকী । ছবির সাথে লেখার কোন সম্পর্ক নেই । ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া ও এডিট করা ।
      এই অভিনব বুদ্ধিজীবীদের  সবার মধ্যে  শেয়ার করতে ভুলবেন না যেন ! পুরো পশ্চিমবঙ্গ  দেখুক ও জানুক এই দেওয়াল হেলান দেওয়া বুদ্ধিজীবী  সম্পর্কে   

No comments:

Post a Comment