মুড়ি পরব / নাকি মুড়ির চড়ুইভাতি
মেলার তারিখ- আগামি ৪ ঠা মাঘ,১৪২৫সন ,শনিবার। স্থান- দ্বারকেশ্বর নদীর চর।
ইংরাজি 19/01/2019 , Saturday
![]() |
কেঞ্জাকুড়ার মুড়ি পরব - ফাইল চিত্র |
৪ ঠা মাঘ । হ্যাঁ , ঠিক এই দিনটাই বাকুড়া জেলার কেঞ্জাকুড়াবাসি সক্কলের কাছেই এক বিশেষ দিন । এই বিশেষ দিনটিতে কেঞ্জাকুড়া এলে সাক্ষী থাকবেন এক অভিনব উৎসবের । অনেক উৎসব আপনারা দেখেছেন ,অনেক উৎসবের কথা হয়ত শুনেছেন । কিন্তু এ উৎসব সবার চেয়ে আলাদা যে। এই মিলন মেলার নাম মুড়ি উৎসব। হ্যাঁ, ঠিক ই শুনলেন - মুড়ি উৎসব । কি ভাবছেন এও আবার হয় নাকি!!? ভুলেও অমনটি ভাববেন না !
এই মুড়ি মেলা একবার নিজের চোখে দেখলে আর সেই মুড়ির যে কি স্বাদ তা জীবনেও হয়ত ভুলতে পারবেন না। এই মুড়ি পরব সগৌরবে পালিত হয় প্রতি বছর ৪ ঠা মাঘ। দ্বারকেশ্বর নদীর চরে, মুক্ত আকাশের নিচে সবাই আনাবিল আনন্দের সাথে মেতে উঠে এই বিশেষ মুড়ি উৎসবের দিনটিতে। আর দ্বারকেশ্বর'এর জল হয়ে ওঠে মুড়িতে মুড়িতে সাদা !
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
স্থানীয়দের মতে লোকসংখ্যা হয় কম করে ১০-১৫ হাজার। আর হবে নাই বা কেন ! সেদিনে আসে পাসের যত গ্রামের লোকের ঠিকানা তখন একটাই- সন্ জুড়ি মায়ের আশ্রম । তবে যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে মেলার বহর । দূর দুরান্ত থেকে লোকজনও আসছেন এই মেলার স্বাদ নিতে নদির তীরে ।
তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ , প্রশাসনের কোন উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়ে না! যা কিছু উদ্যোগ সব স্থানীয় ভাবে আয়োজন করা হয়।
সকাল থেকেই ৮ থেকে ৮০
মুড়ি যে বড়ই ভালবাসি ।
হ্যাঁ সকাল থেকেই সব্বাই হাজির হয় সেদিন দ্বারকেশ্বর এর চরে । সাথে থাকে গামছাই বাঁধা মুড়ি। সাথে কি আছে ? আরে জানুন কি নেই ! চপ, সিংগারা,বেগুনি, জিলিপি,কাচা লঙ্কা, পেয়াজ, চানাচুর, মটর সূটি, বাদাম, তেল, লং, বিলিতি, শসা উফ এ যেন নিজেদের মধ্যেই এক প্রতিযোগিতা কার মুড়ি মাখার উপকরন কত বেশি !! মুড়ি সুদ্ধ গামছা নদীর জলে ভিজিয়ে আয়েশ করে একসাথে খওয়া। তারপর সেখানেই স্নান সেরে দুপুরে নরনারায়ান সেবা - খিচুড়ি।
![]() |
দুপুরের নরনারায়ান সেবা - ফাইল চিত্র |
এই নরনারায়ন সেবা চলতেই থাকে সন্ধ্যে পর্যন্ত , সাথে চলতে থাকে মেলাও। সব শেষে রাত্রিতে নিজের নিজের বাড়ি ফেরার পালা। দিন ফুরই কিন্তু মনের মধ্যে তার আবেশ থেকেই যাই। সত্তিই তো এ উৎসব চোখে না দেখলে অনুভব করা খুব ই কঠিন।
হাতে সময় থাকলে একবার ঢু মেরে আসবেন নাকি ! তাহলে আর দেরি না করে মুড়ির মেনু ঠিক করে ফেলুন। হাতে সময় কিন্তু কম। তাই এবছর আগেই জানিয়ে রাখলাম একবার। গিয়ে থাকলে কমেন্ট এ অবশ্যই জানাবেন কেমন লাগল।
এই অভিনভ উতসবটি সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন ! পুরো পশ্চিমবঙ্গ দেখুক ও জানুক এই উতসবটি সম্পর্কে
No comments:
Post a Comment