আজ যারা মাধ্যমিকে ব্যর্থ তাদের জন্য ও প্রত্যেক অভিভাবকদের জন্য দুটো মাত্র কথা
আপনিও যদি একই মত পোষণ করেন তাহলে শেয়ার করুন
আজ যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হবে তাদের জন্য Digital Barta র পক্ষ থেকে আগাম শুভেচ্ছা 💐, আর যারা যারা সফল হতে পারবেনা বা চেষ্টা সত্ত্বেও খুব ভালো ফল করতে পারবে না তাদের জন্য মাত্র দুটো কথা ঃ
✔️ আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে । সেই অর্থে আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষায় উতরানোর পরই নদী থেকে বইতে বইতে জীবনের সাগরে পড়ে ছাত্রজীবন। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আজ বেশিরভাগই পাশ করবে এবং এখান থেকেই তাদের ক্যারিয়ার এর শুভ সূচনা হবে । তাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন তাদের অভিভাবকরাও। আর সেই স্বপ্ন সত্যি করতে উদ্যোগী হয়ে ফের নতুন উদ্যমে জীবন যুদ্ধে ঝাঁপাবে ছাত্র-ছাত্রী !!
না, গল্পটা এত সহজ-সরল নয়। কারণ, আজ সবাই পাশ করবে না। হ্যাঁ, সত্যি এটাই। এই ১০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে একটা বড় সংখ্যক ছাত্র-ছাত্রী আজ জীবনের প্রথম পরীক্ষায় সফল হবে না। - এটাই সত্যি এটাই বাস্তব !
তাই, এই লেখাটা তাদের জন্যই। কারণ, সফলদের পাশে তো সবাই আলো করে থাকবে।
কিন্তু, ব্যর্থদের অন্ধকারে ঠেলে দেওয়াও ঠিক হবে না বোধহয়। আর তাছাড়া একটা পরিক্ষায় ব্যর্থ মানে কেও বাতিলের খাতায় হয়না । ইতিহাস তার প্রমান বহন করছে আজ অবধি।
তাই কয়েকটা কথা আমার তথা কথিত ব্যর্থ ভাই বোনেদের জন্য ও প্রত্যেক অভিভাবকের জন্য -
১) যারা এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে পারোনি, মানে তোমার যাদের আশানুরূপ ফল হয়নি, তারা হাল ছেড়ো না। হীনমন্যতায় ভূগো না। ভেবো না, সব শেষ হয়ে গেল। আজ যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে, সেটা একদিনে হয়নি। গত একটা বছরের ফাঁকির ফল পেলে হয়ত আজ।
তাহলে ঠিক একই ভাবে আগামী দিনে নিজেকে কোথায় দেখতে চাও, তাও তুমি নিজেই নিজের কাজের দ্বারা ঠিক করতে পারবে ।
তাই আজ মন খারাপ করে থেকে হাল ছেড়ে দিও না। অবসাদে ভূগো না। বরং, আজ অনুভব করো যে, আর পরীক্ষাটা ফিরে পাওয়া যাবে না। কিন্তু পরের বার থেকে আর এই মন খারাপের দিন যাতে না আসে, সেই চেষ্টা শুরু করে দাও আজ থেকেই।
মনে রেখো, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলে যেমন জীবনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তেমন যারা খারাপ ফল করল, তারা জীবন থেকে হারিয়ে গেল এতটাও ঠিক নয়। আমাদের এই সমাজে এমন অনেক প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন, যাঁদের জীবনের এই প্রথম পরীক্ষাটা ভালো হয়নি। তারপরেও তাঁরা মোটেও হাল ছেড়ে দেননি। তোমরাও দিও না। একটা পরীক্ষা খারাপ হয়েছে শুধু। পরেরটায় ভালো ফল করাটা স্রেফ তোমার ইচ্ছের উপর নির্ভর করছে।
২) এবার যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে পারল না, তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলছি। ছেলে-মেয়ে পরীক্ষায় খারাপ ফল করলে বাবা-মা হিসেবে তাদের উপর রাগ করাই স্বাভাবিক। অথবা হতাশা আশাই স্বাভাবিক। আপনারা হয়তো অনেক পরিশ্রম করে ছেলে-মেয়ের ভালো ভবিষ্যতের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর সেই ছেলে-মেয়েই যখন নিজেরা বুঝছে না, তাহলে হতাশা তো আসবেই। আর আপনার ছেলে-মেয়ের পরীক্ষার ফল কেমন হল, এ উত্তর তো সবাইকেই দিতে হবে। হয়তো আপনি লজ্জিত হবেন। বলতে কুন্ঠা বোধ করবেন। এইসব সাত পাঁচ ভেবে আজ ছেলে-মেয়ের উপর রাগটা গিয়ে পড়াই স্বাভাবিক। ঠিক।
তবু, আপনাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ। আজ বকলেও, মারলেও, ছেলে-মেয়ের পরীক্ষার ফল বদলে গিয়ে ভালো হয়ে যাবে না। ফল খারাপের দুঃখ ওরাও পায়। ওরা ছোট, তাই ওদের অনুশোচনা হয়তো আমরা অতটা বুঝতে পারি না। ওদের অনুতাপের উপর আজ আর নিজেদের রাগের জ্বালা মেটাতে যাবেন না। আজ নিজেরা হতাশ হলেও ওদের পাশে দাঁড়ান।একটু বেশি করেই। বোঝান যে আপনারা ওদের ভরসা। ওরা যেন অবসাদে ভূগে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে না নেয়। সেটা কিন্তু পরীক্ষার খারাপ ফলের থেকে আরও মারাত্মক হবে।
No comments:
Post a Comment