Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Tuesday, 18 June 2019

ডাক্তার বাবুরা যেটা করলেন সেটা ব্ল্যাকমেল , আন্দোলন নয় !

ডাক্তার'বাবুরা যেটা করলেন সেটা ব্ল্যাকমেল,আন্দোলন নয়! 

চারিদিক থেকে কোণঠাসা এক মুখ্যমন্ত্রিকে চেপে ধরলেন তারা । বলি দিলেন - সাধারন মানুষের স্বার্থ ! 


যেকোনো আন্দোলন মানেই তা মানুষের ভালোর জন্য, মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রেখে এবং সর্বোপরি মানুষের সমর্থনে শুরু হবে
আপনারা যদি ভাবাবেগে না ভাসেন তাহলে সহজেই বুঝতেই পারবেন যে আন্দোলনের শর্ত গুলির কোনটাই ডাক্তার বাবুদের  আন্দোলনের মধ্যে ছিল না !
দ্বিতীয় কথা, ডাক্তার বাবুরা যেহেতু মানুষের থেকে ক্রমাগত দূরে সরে পড়ছিলেন  তাই সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে বোঝাবার চেষ্টা করে যাচ্ছিলেন যে তাদের এই আন্দোলন মানুষের স্বার্থে এবং এই আন্দোলনের মাধ্যমে সরকারকে বলবেন যাতে হাসপাতাল গুলির পরিকাঠামো বৃদ্ধি করা হয় ও সাথে যাতে পর্যাপ্ত পরিমান স্বাস্থ্য কর্মী নিয়োগের ব্যাবস্থা করা হয় সেটাও ওনারা বলবেন , ইত্যাদি।

 এভাবে আরও নানান উপায়ে বোঝানোর চেষ্টা করে গেছেন লাগাতার যে আন্দোলন সাধারান মানুষের স্বার্থে ! এখন প্রশ্ন ,- যদি তাই হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে যখন বৈঠক হল তখন ওনাদের দাবিগুলি শুধুমাত্র নিজেদের পাওনার মধ্যেই  আকটে থাকল কেন !? 
যা কিছু চাইলেন আর যা কিছু বললেন তার সবটাই তো নিজেদের দাবী ! কই সেখানে সাধারান মানুষের কথা উঠে এল !?  কই আপনারা ( ডাক্তার বাবুরা ) আলোচনা করলেন সাধারান মানুষের জন্য  আরও কি কি  পরিষেবা দিতে পারলে বা ভালো ভাবে দিতে পারলে ভালো হয় !!

আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানা নেই , এই যে কয়েকটা দিন আন্দোলন করলেন ওনারা সেই কয়েকটা দিন ওনারা কেও রক্ত সঙ্কটে রক্ত দিলেন , কেও ফ্রি তে ত্রিপল খাটিয়ে রুগী দেখলেন , কেও বা আন্দোলনের মাঝেই রুগীর জন্য ছুটে বেড়ালেন হাসপাতাল চত্বর !! ভাবা যায় ! আপনাদের জানি না , তবে আমি জন্ম থেকে এই প্রথম বারের জন্য ডাক্তার বাবুদের দল বেঁধে রক্ত দিতে দেখলাম !! আসলে ওনারা ক্রমশ মানুষের থেকে দূরে সরে যাচ্ছিলেন , তাই প্রানপনে চেষ্টা যাতে মানুষ তাদের আন্দোলন কে সমর্থন করেন !! 
সবই ঠিক আছে , ডাক্তার বাবুর জন্য সবরকম সুবিধা দেওয়া হোক , সব রকম ব্যাবস্থা করা হোক তাতে বিন্দুমাত্র আপত্তি নেই সাধারনের । কারন - সাধারন মানুষেরা শুধু চান ওনাদের চিকিৎসা যাতে ভালো ভাবে হয় আর রুগী ও তার পরিবারকে যাতে মানুষ বলে ভেবে ব্যাবহার করা হয় ! - ব্যাস , এটুকুই তো আশা সাধারন মানুষের এটা কি খুব বেশী !! তবু আপনাদের ( ডাক্তার বাবু ) মধ্যে অনেকেই আছেন যারা এটুকুও দিতে পারেন না ! 

প্রিয় ডাক্তার বাবুরা , 
আপনারা তো ৭ দিন সাধারন মানুষকে আতান্তরে ফেলে জাহির করলেন আপনাদের শক্তি , আদায় করে নিলেন  চারিদিক থেকে কোণঠাসা এক মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী !  এবার কিন্তু আপনাদের দেবার  পালা !

আপনাদের প্রতি অনুরোধ -
  •  অযথা রুগী ও তার পরিবারকে বিপুল খরচের ( টেস্টের নামে ) দিকে ঠেলে দেবেন না । 
  • জানি প্রাইভেট চেম্বারের মত রুগী দেখা সম্ভব নয় , কিন্তু যারা হাসপাতালে আসেন তাদের হাস্পাতালেই সারিয়ে তুলুন অহেতুক কারন ছাড়াই প্রাইভেট নার্সিং হোমে টেনে নিয়ে যাবেন না ।
  • ঔষধ কম্পানি গুলির  দেওয়া গিফটের জন্য আপনি সাধারন মানুষকে ঠকাবেন না !
  • আশা রাখব আপনারা নিজেদের ডিউটি সময়মত করবেন । কারন -  আমরা প্রতিটি মানুষ জানি আপনারা ৫ দিনের ডিউটি ২ দিনে টানা শেষ করে নার্সিং হোমের দিকে ঝুঁকেন ! তাই, ভুল হওয়ার প্রবনতা বাড়ে ! অপ্রিয় লাগলেও সত্যি ।
সবশেষে একটা কথা মাথায় রাখার অনুরোধ করি - ' আপনাদের কাছে যে শুধুমাত্র একজন রুগী , সে অন্য  কারো বাবা, মা , ভাই , বোন বা কারো কারো কাছে পুরো পৃথিবী ! তাই, তাদের উৎকণ্ঠা বোঝার চেষ্টা করবেন । তারা তাদের উৎকণ্ঠা নিয়ে বার বার আপনাদের কাছে ছুটে ছুটে যায় । তাদের উৎকণ্ঠায় বিরক্ত হয়ে মেজাজ না দেখিয়ে বুজিয়ে বলুন , আস্বস্থ করুন তাদের।

এই লেখা অনেকের কাছেই অপ্রিয় ঠেকবে । সে হোক মনের ভাব প্রকাশ করার এক্তিয়ার সবার আছে ।
তবে যারা যারা এই লেখার বিরুদ্ধে তাদের কাছ থেকে জানতে চাইব - 
বিগত ৫ বছরে ওনারা কতবার সরকারী হাসপাতালে গিয়েছেন নিজের বা পরিজনদের জন্য !!?
- আমাকে আর কিছু বলার প্রয়োজন পড়বে না , এই তথ্যই বলে দেবে বাকি কথা ।  

শেষ মুহূর্তে আরও একটা কথা - এই লেখার অর্থ কোনভাবেই ,পৃথিবীর কোন শব্দকোষ  অনুযায়ী'ই এই  নয় যে আমি  ডাক্তার বাবুদের মারা'কে সমর্থন করি । তাই, নতুন শব্দকোষ বানিয়ে সেই তকমা না দিলেই খুশী হব । 

No comments:

Post a Comment