Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 22 June 2019

ঐতিহাসিক সন্দিক্ষনে দাড়িয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন - পৃথা বিশ্বাস

এই মুহূর্তে সারা রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা যে পাঁচটি প্রশ্নের উত্তর জানতে চান

উত্তর দিলেন আন্দোলনের নেত্রী -  পৃথা বিশ্বাস


দক্ষতা ও দৃঢ়তার সাথে, মুহূর্তের মধ্যে উত্তর দিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের  এই মুহূর্তের 5 টি গুরুত্বপূর্ণ প্রশ্নের -
[ যে প্রশ্ন গুলি রাজ্যের অধিকাংশ প্রাথমিক শিক্ষক পাঠিয়ে ছিলেন জানার জন্য ]

আসুন, প্রথমে দেখে নেওয়া যাক কি সেই পাঁচটি প্রশ্ন -


ডিজিটাল বার্তা -  শিক্ষা মন্ত্রীর সাথে আজ বৈঠক হচ্ছে কিনা?

ডিজিটাল বার্তা - বৈঠক যদি হয় তাহলে কি 24 জুন অর্থাৎ আগামীকাল কি আন্দোলন হবে আপনাদের?

ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রী যদি আপনাদের PB 3 + 3600 স্কেলে উন্নীত করেন তাহলে কি আপনারা আন্দোলন তুলে নেবেন?

ডিজিটাল বার্তা - আমাদের রাজ্যের আপার প্রাইমারী স্কুলের বেতন PB3 + 4100, সেক্ষেত্রে কি আপনার মনে হয় আপনাদের দাবি মেনে নেবেন শিক্ষামন্ত্রী?

ডিজিটাল বার্তা - যদি আশানুরূপ কিছুই না হয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কলকাতায়?

দেখে নিন কি উত্তর দিলেন উনি - 


১। ডিজিটাল বার্তা -  শিক্ষা মন্ত্রীর সাথে আজ বৈঠক হচ্ছে কিনা?
পৃথা বিশ্বাস - এখনও সঠিক বার্তা আসেনি শিক্ষা দপ্তর বা মাননীয় শিক্ষামন্ত্রির তরফ থেকে ।

২। ডিজিটাল বার্তা - বৈঠক যদি হয় তাহলে কি 24 জুন অর্থাৎ আগামীকাল কি আন্দোলন হবে আপনাদের?
পৃথা বিশ্বাস - সেটা সম্পুন ভাবে বৈঠকের ওপর নির্ভর করছে । কারন - সেটা যদি সফল হয় এবং আমরা যদি পি আর টি স্কেল পাই , একমাত্র তখনই আমরা আন্দোলন বন্ধ করার কথা ভাবব , নচেৎ আন্দোলন হবেই ২৪ তারিখ অর্থাৎ আগামিকাল। 


৩। ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রী যদি আপনাদের PB 3 + 3600 স্কেলে উন্নীত করেন তাহলে কি আপনারা আন্দোলন তুলে নেবেন?
পৃথা বিশ্বাস - এই বিষয়'টা এতটা সহজ নয় ! কবে থেকে দেবেন , কি কি দেবেন , কিভাবে দেবেন ইত্যাদি অনেকগুলি ফ্যাক্টর আছে ! অতয়েব আলোচনা চাই ।
----------------------------------------------------------------------------------------------------------------------
২৪ জুনের ঐতিহাসিক শিক্ষক আন্দোলন সরাসরি লাইভ দেখার জন্য ও সরাসরি সমস্ত আপডেট আপনাদের ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ ডিজিটাল বার্তা -




--------------------------------------------------------------------------------------------------------------------------
৪। ডিজিটাল বার্তা - আমাদের রাজ্যের আপার প্রাইমারী স্কুলের বেতন PB3 + 4100, সেক্ষেত্রে কি আপনার মনে হয় আপনাদের দাবি মেনে নেবেন শিক্ষামন্ত্রী?
পৃথা বিশ্বাস - আমাদের ন্যায্য আধিকার এটাই তাই এটাই আমাদের দাবী ।

৫। ডিজিটাল বার্তা - যদি আশানুরূপ কিছুই না হয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কলকাতায়?
পৃথা বিশ্বাস -  আপাতত এটাই বলতে চাই সুবোধ মল্লিক থেকে রাশমনি পর্যন্ত মিছিল ।




1 comment:

  1. ভারতের অন্যান্য সব রাজ্য যদি পিআরটি দিতে পারে পশ্চিমবঙ্গ কেন দেবে না??পিআরটি দিতেই হবে।

    ReplyDelete