এই মুহূর্তে সারা রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা যে পাঁচটি প্রশ্নের উত্তর জানতে চান
উত্তর দিলেন আন্দোলনের নেত্রী - পৃথা বিশ্বাস
দক্ষতা ও দৃঢ়তার সাথে, মুহূর্তের মধ্যে উত্তর দিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের এই মুহূর্তের 5 টি গুরুত্বপূর্ণ প্রশ্নের -
[ যে প্রশ্ন গুলি রাজ্যের অধিকাংশ প্রাথমিক শিক্ষক পাঠিয়ে ছিলেন জানার জন্য ]
আসুন, প্রথমে দেখে নেওয়া যাক কি সেই পাঁচটি প্রশ্ন -
ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রীর সাথে আজ বৈঠক হচ্ছে কিনা?
ডিজিটাল বার্তা - বৈঠক যদি হয় তাহলে কি 24 জুন অর্থাৎ আগামীকাল কি আন্দোলন হবে আপনাদের?
ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রী যদি আপনাদের PB 3 + 3600 স্কেলে উন্নীত করেন তাহলে কি আপনারা আন্দোলন তুলে নেবেন?
ডিজিটাল বার্তা - আমাদের রাজ্যের আপার প্রাইমারী স্কুলের বেতন PB3 + 4100, সেক্ষেত্রে কি আপনার মনে হয় আপনাদের দাবি মেনে নেবেন শিক্ষামন্ত্রী?
ডিজিটাল বার্তা - যদি আশানুরূপ কিছুই না হয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কলকাতায়?
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
দেখে নিন কি উত্তর দিলেন উনি -
১। ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রীর সাথে আজ বৈঠক হচ্ছে কিনা?
পৃথা বিশ্বাস - এখনও সঠিক বার্তা আসেনি শিক্ষা দপ্তর বা মাননীয় শিক্ষামন্ত্রির তরফ থেকে ।
২। ডিজিটাল বার্তা - বৈঠক যদি হয় তাহলে কি 24 জুন অর্থাৎ আগামীকাল কি আন্দোলন হবে আপনাদের?
পৃথা বিশ্বাস - সেটা সম্পুন ভাবে বৈঠকের ওপর নির্ভর করছে । কারন - সেটা যদি সফল হয় এবং আমরা যদি পি আর টি স্কেল পাই , একমাত্র তখনই আমরা আন্দোলন বন্ধ করার কথা ভাবব , নচেৎ আন্দোলন হবেই ২৪ তারিখ অর্থাৎ আগামিকাল।
৩। ডিজিটাল বার্তা - শিক্ষা মন্ত্রী যদি আপনাদের PB 3 + 3600 স্কেলে উন্নীত করেন তাহলে কি আপনারা আন্দোলন তুলে নেবেন?
পৃথা বিশ্বাস - এই বিষয়'টা এতটা সহজ নয় ! কবে থেকে দেবেন , কি কি দেবেন , কিভাবে দেবেন ইত্যাদি অনেকগুলি ফ্যাক্টর আছে ! অতয়েব আলোচনা চাই ।
----------------------------------------------------------------------------------------------------------------------
২৪ জুনের ঐতিহাসিক শিক্ষক আন্দোলন সরাসরি লাইভ দেখার জন্য ও সরাসরি সমস্ত আপডেট আপনাদের ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ ডিজিটাল বার্তা -
২৪ জুনের ঐতিহাসিক শিক্ষক আন্দোলন সরাসরি লাইভ দেখার জন্য ও সরাসরি সমস্ত আপডেট আপনাদের ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ ডিজিটাল বার্তা -
--------------------------------------------------------------------------------------------------------------------------
৪। ডিজিটাল বার্তা - আমাদের রাজ্যের আপার প্রাইমারী স্কুলের বেতন PB3 + 4100, সেক্ষেত্রে কি আপনার মনে হয় আপনাদের দাবি মেনে নেবেন শিক্ষামন্ত্রী?
পৃথা বিশ্বাস - আমাদের ন্যায্য আধিকার এটাই তাই এটাই আমাদের দাবী ।
৫। ডিজিটাল বার্তা - যদি আশানুরূপ কিছুই না হয় তাহলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কলকাতায়?
পৃথা বিশ্বাস - আপাতত এটাই বলতে চাই সুবোধ মল্লিক থেকে রাশমনি পর্যন্ত মিছিল ।
ভারতের অন্যান্য সব রাজ্য যদি পিআরটি দিতে পারে পশ্চিমবঙ্গ কেন দেবে না??পিআরটি দিতেই হবে।
ReplyDelete