করোনা কালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত শ্রেণী, পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় শুরু হলো 'Biswakarma'!
করোনার মধ্যে আমরা সবাই কম বেশি প্রভাবিত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রেণী যারা তারা 'পরিযায়ী শ্রমিক'!
রুটির টানে নিজের রাজ্য থেকে ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ - নিজের রাজ্যে যথেষ্ঠ কাজের অভাব!
আবার বিভিন্ন সময় নিয়োগ কর্তাদের মুখে শোনা যায় নিজের রাজ্যে যথেষ্ঠ দক্ষ কর্মীর অভাব!
তাই, এবার এই চাহিদা ও যোগান এর মধ্যে ব্রিজ তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ডিজিটাল মাধ্যম - 'Biswakarma'
এখানে নিয়োগ কর্তা ও কর্মপ্রার্থী উভয়ই লগ ইন করতে পারবেন....
নিয়োগ কর্তা দেবেন তার কোন ক্ষেত্রের কি রকম যোগ্যতার কর্মী প্রয়োজন -
আর কর্ম প্রার্থীরা দেবেন তাদের যাবতীয় পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার বিবরণ
এবার সেখান থেকেই কর্মদাতা বেছে নিতে পারবেন তার চাহিদা মতো প্রার্থীকে.... 👌
প্রসঙ্গত, এই পদ্ধতি ইতি পূর্বেই চেষ্টা করা হয়েছিল রাজ্য স্তরে Employment Bank এর মাধ্যমে...
তবে, কোনো একটি জেলায় এই উদ্যোগ সম্ভবত এই প্রথম... বর্তমানের এই 'Biswakarma' উদ্যোগ নেওয়া হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে, পুরুলিয়া জেলার কর্ম প্রার্থীদের জন্য.....
জেলার তরুণ IAS আকাঙ্খা ভাস্কর এর রূপরেখা তৈরি করেন, ওনার মতে করোনা'তে জেলার পরিযায়ী শ্রমিক ভাইয়েরা সর্বাধিক ক্ষতিগ্রস্থ! এমনকি প্রাণ পর্যন্ত গেছে শ্রমিকদের বাড়ি ফেরার পথে!!
তাই এই 'Biswakarma' উদ্যোগ যাতে নিজের জেলা বা রাজ্য ছেড়ে বাইরে যেতে না হয় কর্ম প্রার্থীদের........
এখানে ক্লিক করে আপনার নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারেন কর্মপ্রার্থী বা কর্মদাতা হিসেবে
Link 🔗 : http://vishwakarma-purulia.in/
No comments:
Post a Comment