Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Wednesday, 12 May 2021

নার্স দিবসে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি চাইলেন রাজ্যের নার্সিং ক্যাডার!! কি বললেন মুখ্যমন্ত্রী??

12th May অর্থাৎ বিশ্ব নার্স দিবস, সারা পৃথিবী জুড়ে আজকের দিনই নার্স দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নার্সদের সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং সমাজে নার্স দের অবদানকে স্বীকৃতি দিতে....

আর বর্তমান মহামারীর নিরিখে ওনাদের অবদান আরো আরো প্রকট ভাবে উপলব্ধি করা যায়... 

সেই মতো আমাদের রাজ্যেও পালিত হচ্ছে নার্স দিবস.. আর নার্স দিবসে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক থেকে শুভেচ্ছা বার্তা পাঠান......

কিন্তু, কমেন্টে রাজ্যের নার্সিং ক্যাডার চেয়ে নিলেন বেতন বৃদ্ধির দাবি!!
প্রতিটি কমেন্ট এ একই দাবি #We_Want_Diploma_Scale

একের পর এক কমেন্টের বন্যা... We Want Diploma Scale!

কিন্তু, হঠাৎ করে কেনো রাজ্যের নার্সিং স্টাফরা বেতন বৃদ্ধির দাবি তুললেন?
জানালেন, " আমাদের দাবি কোনোভাবেই হঠাৎ করে চাওয়া নয়! দীর্ঘদিন আমরা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের জানিয়ে এসেছি আমাদের দাবির কথা, কিন্তু দুর্ভাগ্য যে এখনও পর্যন্ত ওনাদের টনক নড়েনি!!" 

আরো জানালেন, " সীমিত পরিকাঠামো নিয়েও আমরা টানা দুই বছর ধরে পরিষেবা দিয়ে চলেছি, কিন্তু আমরাই সবচেয়ে বেশি অবহেলিত সরকারের চোখে ও সমাজের কাছে - এটা দুঃখের "

হাসপাতালের চালিকা শক্তি যদি হলো এই নার্সিং স্টাফ.. প্রয়োজনে যাদের সব সময় হাতের কাছে পান রোগীর পরিবারের লোকেরা... তাই, বলাই যায় ওনারাই হলেন যেকোন হাসপাতালের লাইফ লাইন..

কিন্তু, তাদের এরকম ক্ষোভ কেনো? অন্য রাজ্যেও কি একই রকম অবস্থা!!?
জানতে পারলাম অন্য রাজ্যে বা কেন্দ্রীয় সরকারের অধীন যারা কাজ করেন তাদের বেতন কাঠামো রাজ্যের তুলনায় অনেক বেশি, একই যোগ্যতা মান নিয়ে চাকরিতে যোগ দিলেও কেন্দ্রীয় সরকারের স্টাফ নার্সরা যেখানে প্রায় 45,000/- টাকা থেকে বেতন শুরু করেন সেখানে আমাদের রাজ্যে সেটা 33,000/- এর কাছাকাছি.... ও অন্যান্য সুযোগ সুবিধা ছেড়েই দিন...!!

কিন্তু, এভাবে আপনারা শুভেচ্ছা বার্তার উত্তরে "We want Diploma Scale" এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন?? 

- শিক্ষকেরা আন্দোলন করলেন বেতন বাড়ানোর জন্য সেটা গ্রাহ্য হয়ে গেলো অথচ আমরা বিগত তিন বছর থেকে বিনীত ভাবে আবেদন করে চলেছি আমাদের বিষয়টি.... তার কোনো সুরাহা করলেন না এখনও পর্যন্ত...!!

তাই, আমরা আবারো মনে করিয়ে দিতে চাইলাম আমাদের ন্যায্য যা পাওনা তা খুব দ্রুততার সাথে রূপায়ণ করুন.... এবং আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আমাদের ডাকে সাড়া দেবেন, যদি সত্যিই উনি আমাদের শুভেচ্ছা জানিয়ে থাকেন "
______________________________________________
✔️ আপনি কি অনলাইন শপিং করে থাকেন!!? তাহলে এক্ষুনি ডাউনলোড করুন এবং পান প্রতিবার কেনাকাটায় নিশ্চিত ক্যাশব্যাক 
ডাউনলোড করুন - Buyer India App 
যাইহোক, রাজ্যের নার্সিং স্টাফরা নিজেদের দাবি এভাবেই আরেকবার জানালেন মুখ্যমন্ত্রীর কাছে... 

স্বাস্থ্য দফতরে কথা বলে জানা গেলো, স্টাফ নার্সরা বেশ কয়েকবার নিজেদের দাবি জানিয়েছেন, সেগুলি দফতরের অভ্যন্তরীণ বিষয়... সময়ে তা ঠিক সামনে আসবে... 

আর যার কমেন্টে এরকম campaign চলছে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী যদিও কিছু জানাননি এ ব্যাপারে..! 

এখন দেখার এই মহামারী পরিস্থিতিতে রাজ্য কি মেনে নেবে বেতন বৃদ্ধির এই দাবি...!!? আর যদি নাই মানে দাবি তাহলে নার্সিং স্টাফ রা কি শিক্ষকদের মতো রাস্তার আন্দোলনে আগামী দিনে নেমে আসবেন!!? - উত্তর মেলেনি আপাতত 

তবে, যাইহোক, এই বিশ্ব মহামারীতে নার্সিং ক্যাডারদের কুর্নিশ জানাই আমাদের ডিজিটাল বার্তার পক্ষ থেকে

✔️ আপনাদের মতামত জানান কমেন্টে - কেন্দ্রের সাথে সাজুয্য রেখে নার্সিং স্টাফদের কি বেতন বৃদ্ধির প্রয়োজন আছে? 

23 comments:

  1. Need Diploma scale as their results of their efforts

    ReplyDelete
  2. We want diploma scale as we are working in diploma scale job..but getting 12 th level salary scale..a big portion of us are graduate but working on 12 th class level salary...we don't want increased salary we want our exact salary scale!!

    ReplyDelete
  3. We all the nurses passed out in 2020 from WBNC posted more comments as #wewantpermanentjob. Why is media ignoring us?

    ReplyDelete
  4. We need diploma scale as we deserve it

    ReplyDelete
  5. Obviously yes..
    #we_want_diploma_scale

    ReplyDelete
  6. Yes !! We want our right scale being a graduate in nursing we r working with this min scale!!

    ReplyDelete
  7. #we don't want increased salary,we want our exact salary scale exact diploma scale!!

    ReplyDelete
  8. Yes...we want diploma scale

    ReplyDelete