Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 6 August 2021

অনিশ্চিত আশ্বাসে উঠে গেল রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ

 অনিশ্চিত আশ্বাসে উঠে গেল রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ


নায্য বেতন কাঠামোর দাবিতে রাজ্যের নার্স ক্যাডারদের অবস্থান বিক্ষোভ আপাতত উঠে গেল এস এস কে এম চত্বর থেকে ! প্রসঙ্গত , দ্বাদশ দিনে পড়েছিল নার্সদের অবস্থান এবং আজ এক মিছিলের ঘোসনা করা হয়েছিল নার্সেস উনিটি র পক্ষ থেকে ....

সেই সূত্রেই আজ জমায়েত ছিল সর্বোচ্চ , সকল থেকেই ভিড় বাড়ছিল অল্প অল্প করে .....বেলা বাড়ার সাথে সাথেই সেই জমায়েত ছিল চোখে পড়ার মতো ...

স্বভাবতই , রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে ছিল প্রথম থেকেই ....শেষমেষ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ অধিকারিররা ডেকে পাঠান  নার্সেস উনিটি'র নেত্রীদের ......বলাই যায় , সময় কেনা ছাড়া আর কোনো রাস্তা ছিল না সরকারের কাছে !


তবে, বিকেলে আলোচনার পর সাংবাদিকদের উদ্যেশ্যে যা বললেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য তাতে পরিস্কার বোঝায় যায় , সরকার চেয়েছিল এই অবস্থান বিক্ষোভ যেমন করে হোক থামাতে হবে ! তিনি জানালেন - " আলোচনা হয়েছে , ওনাদের জানিয়েছি ওনাদের ফাইল তো অলরেডি পে কমিশন এর কাছে পাঠানো হয়েছে , তাই পে কমিশন নিজের মতো সিদ্ধান্ত নেবেন , ওটা তো ওনারাই ( পে কমিশন ) বলতে পারবেন "


অন্যদিকে নার্সেস উনিটি র পক্ষ থেকে জানানো হয়েছে যে , "সরকার আমাদের থেকে ৩/৪ মাস সময় চেয়েছেন এবং জানিয়েছেন এর মধ্যেই আমাদের যে দাবি তা পূরণ হবে ......."


৩/৪ মাস পরে কি হবে তা আপাতত সময় বলবে ! তবে , নার্সেস উনিটি র এটাকে নিজেদের জয় বলেই দেখছেন এবং বিশ্বাস করেন সরকার নিজেদের কথা রাখবেন .....তবে , রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকার পরোক্ষভাবে কিছুটা সময় নিলেন ....

তবে , এই অবস্থান বিক্ষোভ উঠে যাওয়ার ফলে প্রাথমিকভাবে স্বস্থির নিশ্বাস রাজ্য সরকারের ...এবং  আগামীদিনে এ জাতীয় আন্দোলন ও বিক্ষোভ কিভাবে গোড়াতেই আটকানো যায় তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন ! 

GET CASHBACK ON
SHOPPING & RETURN

প্রসঙ্গত , নায্য বেতন কাঠামো র দাবিতে রাজ্যে প্রথম আন্দোলন শুরু করেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা এবং লাগাতার অনশনের পরে সরকার তাদের আংশিক দাবি মানতে বাধ্য হন  - 


এবার সরকার দেখল নায্য বেতনের দাবিতে নার্সেদের অবস্থান বিক্ষোভ ! তাই এক এক করে যদি আগামীদিনে  সবাই এভাবে সরকারকে চাপে ফেলতে যাতে না পারে তাই আপাতত সেই নিয়েই ভাবনা চিন্তা শুরু করেছে সরকার .....

________________________________________________________________________________

এই স্লোগানে এখন কাপছে কলকাতার এস এস কে এম চত্ত্বর ! এই প্রবল বৃষ্টির মধ্যেও ওরা আছে ত্রিপল খাটিয়ে , ওনারা কাজের যাবতীয় চাপের মধ্যেও রোজ পালি করে এসে......

CLICK HERE TO READ MORE 



________________________________________________________________________


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

No comments:

Post a Comment