অনিশ্চিত আশ্বাসে উঠে গেল রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ
নায্য বেতন কাঠামোর দাবিতে রাজ্যের নার্স ক্যাডারদের অবস্থান বিক্ষোভ আপাতত উঠে গেল এস এস কে এম চত্বর থেকে ! প্রসঙ্গত , দ্বাদশ দিনে পড়েছিল নার্সদের অবস্থান এবং আজ এক মিছিলের ঘোসনা করা হয়েছিল নার্সেস উনিটি র পক্ষ থেকে ....
সেই সূত্রেই আজ জমায়েত ছিল সর্বোচ্চ , সকল থেকেই ভিড় বাড়ছিল অল্প অল্প করে .....বেলা বাড়ার সাথে সাথেই সেই জমায়েত ছিল চোখে পড়ার মতো ...
স্বভাবতই , রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে ছিল প্রথম থেকেই ....শেষমেষ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ অধিকারিররা ডেকে পাঠান নার্সেস উনিটি'র নেত্রীদের ......বলাই যায় , সময় কেনা ছাড়া আর কোনো রাস্তা ছিল না সরকারের কাছে !
তবে, বিকেলে আলোচনার পর সাংবাদিকদের উদ্যেশ্যে যা বললেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য তাতে পরিস্কার বোঝায় যায় , সরকার চেয়েছিল এই অবস্থান বিক্ষোভ যেমন করে হোক থামাতে হবে ! তিনি জানালেন - " আলোচনা হয়েছে , ওনাদের জানিয়েছি ওনাদের ফাইল তো অলরেডি পে কমিশন এর কাছে পাঠানো হয়েছে , তাই পে কমিশন নিজের মতো সিদ্ধান্ত নেবেন , ওটা তো ওনারাই ( পে কমিশন ) বলতে পারবেন "
অন্যদিকে নার্সেস উনিটি র পক্ষ থেকে জানানো হয়েছে যে , "সরকার আমাদের থেকে ৩/৪ মাস সময় চেয়েছেন এবং জানিয়েছেন এর মধ্যেই আমাদের যে দাবি তা পূরণ হবে ......."
৩/৪ মাস পরে কি হবে তা আপাতত সময় বলবে ! তবে , নার্সেস উনিটি র এটাকে নিজেদের জয় বলেই দেখছেন এবং বিশ্বাস করেন সরকার নিজেদের কথা রাখবেন .....তবে , রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকার পরোক্ষভাবে কিছুটা সময় নিলেন ....
তবে , এই অবস্থান বিক্ষোভ উঠে যাওয়ার ফলে প্রাথমিকভাবে স্বস্থির নিশ্বাস রাজ্য সরকারের ...এবং আগামীদিনে এ জাতীয় আন্দোলন ও বিক্ষোভ কিভাবে গোড়াতেই আটকানো যায় তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন !
প্রসঙ্গত , নায্য বেতন কাঠামো র দাবিতে রাজ্যে প্রথম আন্দোলন শুরু করেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা এবং লাগাতার অনশনের পরে সরকার তাদের আংশিক দাবি মানতে বাধ্য হন -
এবার সরকার দেখল নায্য বেতনের দাবিতে নার্সেদের অবস্থান বিক্ষোভ ! তাই এক এক করে যদি আগামীদিনে সবাই এভাবে সরকারকে চাপে ফেলতে যাতে না পারে তাই আপাতত সেই নিয়েই ভাবনা চিন্তা শুরু করেছে সরকার .....
________________________________________________________________________________
এই স্লোগানে এখন কাপছে কলকাতার এস এস কে এম চত্ত্বর ! এই প্রবল বৃষ্টির মধ্যেও ওরা আছে ত্রিপল খাটিয়ে , ওনারা কাজের যাবতীয় চাপের মধ্যেও রোজ পালি করে এসে......
________________________________________________________________________
![]() |
LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA |
No comments:
Post a Comment