Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 24 August 2018

শিক্ষিকার নাচ ,কয়েকটি প্রশ্ন ও তার উত্তর

ছাত্রীদের সাথে নাচের জন্য কি শাস্তি হতে পারে শিক্ষিকাদের  !! ?

 - একটি বিশ্লেষণী মতামত 


আমার আর বলার অপেক্ষা রাখে না নিশ্চয় যে,  এখানে কোন ঘটনার উল্লেখ বা অবতারনা করতে চলেছি । গত দুদিন যাবত সবাই, সানি লিওন কেরালার বন্যায় কত টাকা দিল সেই প্রসঙ্গ ছেড়ে নতুন উদ্যমে  ঝাপিয়ে পড়েছে শিক্ষিকাদের ওই কাজ সমর্থনযোগ্য ! নাকি সমর্থনযোগ্য নয় !!?- এই বিচারে।

ও ...আপনি কি এখনও বুঝতে  পারলেন না কোন কাজের কথা বলছি আমি !!? আরে সেদিনকে স্কুল শিক্ষিকারা স্কুলের কোন অনুষ্ঠানে ছাত্রীদের পা এ পা মিলিয়ে নেচেছিল ! ব্যাস ! আর যান  কোথায় ! শিক্ষিকাগণ - এবার আপনারা কিন্তু নিশ্চিত ভাইরাল জ্বরে আক্রান্ত হবেন ! হয়েছেও তাই ।  আপনাদের ড্যান্স এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে - চাএর দোকান সর্বত্র আলোচনার কেন্দ্রে আপনারা।!

শিক্ষিকাদের নাচের
স্ক্রিনশট
 
আসলে আপনারা বোধহয় ভুলে গিয়েছিলেন বর্তমানে আপনারা প্রত্যেকে এমন একটা সেনসেটিভ জোন এ কাজ করেন যেখানে পান থেকে চুন খসলেই বড় বড় করতাবাবুদের গোসা হয় যে !

আর সাধারন মানুষ ! ?
- তেনারা নিজেদের বাল্যবয়সে  জীববিজ্ঞান এর শ্রেণী কক্ষে  সেই যে অণুবীক্ষণ যন্ত্রের সাথে পরিচিত হয়েছিলেন  তার ব্যাবহার তেনারা এখন  আরও দিগুনভাবে করে চলেছেন !!  তফাৎ একটাই ! আগে যন্ত্রের নিচে থাকত কোন উদ্ভিদ এর স্টেম আর এখন থাকেন শিক্ষককুল !!

এবার বলি মিডিয়ার কথা,
মিডিয়া বাবুদের কথা যত কম বলা হয় ততই ভাল। আর কারো  লজ্জা থাক আর না থাক, মিডিয়া বাবুদের কিন্তু নেই।  বর্তমান কালের  মিডিয়া বাবুরা সমবেত  ভাবে নিজেদের লজ্জা কে বন্ধক রেখেছেন কিছু টাকা কড়ি উপার্জনের জন্য। এমনও দেখলাম, কিছু কিছু মিডিয়া তো নাচের ভিডিওটইকে এডিট করে অন্য গান দিয়ে যতটা সম্ভব মশলাদার বানিয়ে পরিবেশন করছেন !! তাই, যদি নাচা-নাচি করতেই হয় তাহলে এই মিডিয়াদের কথায় না নেচে ওই শিক্ষিকাদের সাথেই নাচুন সবার'ই মঙ্গল তাতে।

যাই হোক আসল ঘটনাই আসা যাক । ঘটনাটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের  কোন একটি স্কুলের সম্ভবত । স্কুলের কোন অনুষ্ঠানে ছাত্রীদের সাথে সেই স্কুলের শিক্ষিকারাও নেচেছিলেন । সেই নিয়ে সোশ্যাল মিডিয়া তে ট্রেন্ডিং নিউজ সেই নাচের ভিডিও। আর সাথে সেই নাচ জন্ম দিয়েছে অনেক গুলি প্রশ্নের -

১। শিক্ষিকাদের ওই নাচ কি সমর্থনযোগ্য ? 
২। ওই নাচ'ই  কি প্রমান করছে বর্তমান স্কুল গুলির অবস্থা ?
৩। ওনাদের  কি এই কাজের জন্যও শাস্তি বা কারন দর্শানোর নোটিস দেওয়া যায় ?

চলুন দেখা যাক একবার .........
আচ্ছা, পাঠকগণ বুকে হাত দিয়ে বলুন তো ......... বাঙালি কি সেদিন " তারে যমিন পর" সিনেমা দেখে   "নিকুম্ভ" স্যার কেন , এ বাংলার স্কুলে স্কুলে নেই সেই ভাবনায় কাতর হয়নি !!?
নিকুম্ভ স্যার এর ক্লাস 
সেই নিকুম্ভ স্যার, যে তার প্রথম ক্লাস'ই ঢুকে নাচানাচি করে ক্লাস'এর ছাত্রদের খুব কাছে টেনে নিয়েছিল ! বুঝতে পেরেছিল সেইসব কচিকাচাদের আসল কষ্ট-আনন্দ। হদিস পেয়েছিল সেই সব কষ্টের আসল কারণের ।

আর পাঠকগণ ,  আপনারা সবাই মহা  আনন্দে মনে মনে ভাবছিলেন ইসসস... "এমন শিক্ষক যদি  খুঁজে পাওয়া যেত এ ভারতবর্ষের বুকে !!" নিদেনপক্ষে আমাদের বাংলায় ! 

ব্যাস বাড়ি এলেন আর অমনি আপনার মাইন্ড  "ফাক্টরি রিসেট" পর্যায়ে গেল ! অর্থাৎ যে কে সেই !
............ আপনার ভাবনা কে ভাবনাতেই রাখলেন ! বাস্তবে আর স্থান দিতে পারলেন কই ! নচেৎ নিশ্চয়ই ওই অনুষ্ঠানে কোন দিদিমনি কি নেচেছে সেই নিয়ে বিরুপ মন্তব্য করতেন না !!


ছাত্রীদের সাথে শিক্ষিকারা নেচেছেন
প্রথমত, সেটি ছিল একটি অনুষ্ঠান মাত্র ......এটা অবশ্যয় মাথায় রাখতে হবে । দিদিমনিরা নাচতে নাচতে পড়াচ্ছিলেন না ।
দ্বিতিয়ত, যে গান এ ওনারা নাচ করছিলেন সেটি কোন অশ্লীল গান বলা যায়না ।


তৃতীয়ত, ভিডিওতে কোন দিদিমনির'ই কোন অঙ্গভঙ্গি অশ্লীল নয়।

তাহলে , আসুবিধে টা কোথায় !!?
আসলে  সব আসুবিধে মানসিকতাই ! কিন্তু , যদি একবার উল্টো ভাবে ভাবেন দেখবেন  এই নাচ এর অনেক সুফল আছে কিন্তু ।

পাঠকগণ, 
এটুকু নিশ্চয় জানেন যে , স্কুল হল আপনার ছেলে বা মেয়ের দ্বিতিয় গৃহ। অনেক সময়'ই দেখা যায় ছেলে মেয়েরা মা বা বাবা'কে ভয় এ  কোন খারাপ অপ্রীতিকর ঘটনা বলতে না পারলেও স্কুলের দিদিমণিদের কিন্তু বলে থাকে এবং সমস্যা থেকে মুক্তি পায় ।   বিভিন্ন খবরের কাগজেও মাঝেমধ্যে প্রকাশিত সে সব ঘটনা । এখন প্রশ্ন , নাচের সাথে এই ঘটনার কি সম্পর্ক !?

এটুকু বোঝার জন্য নিশ্চয় সাইকলজিস্ট হওয়ার প্রয়োজন নেই ! যে দিদিমনিরা অনুষ্ঠানে ছাত্রীদের সাথে পা এর সাথে পা মেলাবেন তাদের কাছে ছাত্রীরা  স্বাবলিল ভাবে নিজেদের সমস্যার কথা বলবে নাকি সেই দিদিমনিকে গিয়ে বলবে যিনি গোমড়া মুখে শুধু বকাঝকা করেন !!
তাই, এই লেখকের সাথে বিশেষ শত্রুতা না থাকলে নিশ্চয়ই বাস্তবকে স্বীকার করবেন আশাকরি।

LIKE FACEBOOK PAGE

[[  LIKE OUR FACEBOOK PAGE
 FOR EASY & QUICK UPDATE -> DigitalBarta  ]] 

 একজন ছাত্র বা ছাত্রী স্কুলে সময় কাটায় তার সারাদিনের ৭০% ।  তাই, এটুকু বলাই  যায়,  যেখানে ছাত্রীটি  দিনের ৭০% সময় অতিবাহিত করে সেখানকার পরিবেশ তাদের  কাছে যতটা স্বাবলিল হবে  ততটাই ভাল।

এবার ওপরের প্রস্নগুলি পুনরায়  একবার ভেবে দেখুন  আর আপনারাই কমেন্ট সেকশন এ এর উত্তর দেবেন এই আশারাখি -

১। শিক্ষিকাদের ওই নাচ কি সমর্থনযোগ্য ? 
২। ওই নাচ'ই  কি প্রমান করছে বর্তমান স্কুল গুলির অবস্থা ?
৩। অনাদের কি এই কাজের জন্যও শাস্তি বা কারন দর্শানোর নোটিস দেওয়া যায় ?

 পাঠকগণ,  আপনাদের উত্তর'ই বলে দেবে আপনারা "নিকুম্ভ" স্যারদের শুধুমাত্র  রুপোলী পর্দায় দেখতে ভালবাসেন নাকি সত্যি সত্যি আপনারা চান কোন একদিন কোন এক  নিকুম্ভ স্যার আপনার এলাকার স্কুলেও আসুক।
আপনার উত্তর'ই কিন্তু জন্ম দেবে ভবিষ্যতে অনেক অনেক "নিকুম্ভ" স্যার। আর  নাহয় , অঙ্কুরে বিনাশ হবে বর্তমান কালের "নিকুম্ভ" স্যার'রা।


তাই, সর্বাধিক মতামতের জন্য যত বেশী সম্ভব লেখাটি পাস করুন আপনার পরিচিত পরিজনদের মধ্যে এবং সর্ব স্তর থেকে যাতে নিরপেক্ষ ভাবে মতামত আসে তাতে সাহাজ্য করুন। 


আপনি সরাসরি আপনার মতামত জানাতে পারেন পেজটির নিচে গিয়ে ম্যাসেজ এর মাধ্যমে 
--------------------------------------------------------------------------------------------------------------------------
N.B. : We received the article through mail at digitalbarta@gmail.com from the writer [Ritesh Dutta: ritesh.ken@gmail.com ]  & The Writer have the full copyright authority. If anyone has any objection regarding the article please feel free to contact us with all the necessary documents.


IF YOU ALSO WANT TO SEND YOUR ARTICLE CLICK HERE -> ARTICLE SEND
--------------------------------------------------------------------------------------------------------------------------

মেল করুন বা ম্যাসেজ করুন 
আরও পড়ুন - বর্তমান কালের সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন - ক্লিক করুন

প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবিতে বেলা সাহা মামলার কি অবস্থা - পড়ুন 

বিতর্ক ও ঐতিহ্য কে সঙ্গে নিয়ে পালিত হল পুরুলিয়ার মনসা পূজা - 


--------------------------------------------------------------------------------------------------------------------------
ডিজিটাল বার্তার যেকোনো খবর বা আর্টিকেল সরাসরি আপনার ই-মেল এ পাওয়ার জন্য আপনার মেল সাবমিট করুন 
এখানে ->  ক্লিক করুন 


পেজটির নিচে গিয়ে এখানে মেল সাবমিট করুন 
--------------------------------------------------------------------------------------------------------------------------

বেলা সাহা মামলার শুনানির ঠিক আগে কি বললেন বর্তমান UUPTWA  রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস একান্ত সাক্ষাৎকার - সাথে ডিজিটাল বার্তা আর আপনাদের বাছাই করা ১০ টি প্রশ্ন।।



--------------------------------------------------------------------------------------------------------------------------
LIKE OUR FACEBOOK PAGE FOR QUICK &  EASY UPDATE ->  DigitalBarta 

-------------------------------------


1 comment: