Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 1 September 2018

NATIONAL TEACHER - AMITAVA MISHRA WILL ANSWER YOUR QUESTION

ASK YOUR QUESTION  TO NATIONAL TEACHER AMITAVA MISHRA

PROUD OF BENGAL FROM PURULIA

প্রশ্ন করুন নিচের কমেন্ট এ...সেই প্রশ্ন  আমরা পৌঁছে দেবো অমিতাভ বাবুর কাছে 

SHARE THIS TO MAXIMUM

          জাতীয় শিক্ষক'কে  প্রশ্ন পাঠান আপনিও - পৌঁছে দেবে ডিজিটাল বার্তা

আমিতাভ মিশ্র - " প্রাউড অফ পুরুলিয়া ", এবার আসবেন পুরো বাংলার শিক্ষক তথা মানুষের সামনে ভাগাভাগি করে নেবেন ওনার অভিজ্ঞতা আর সাফল্যের রুপকথা। সারাবাংলায় যখন শিক্ষার অবক্ষয় নিয়ে কথা বলেন নিন্দুকেরা , উনি তখন কাজ করেন আপন মনে এক্কেবারে গ্রাম্য পুরুলিয়ার অন্দরমহলে।


 [[  LIKE OUR FACEBOOK PAGE
 FOR EASY & QUICK UPDATE -> DigitalBarta  ]]

হ্যাঁ, পুরুলিয়ার মানবাজার ২ নম্বর চক্রের গোবিন্দপুর স্কুল - এটাই ওনার স্কুল বা বলা ভালো সাধনাস্থল।
পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার উভয় পক্ষ থেকে ওনাকে  মনোনীত করা হয়েছে জাতীয় শিক্ষক হিসেবে। পাড়ি দেবেন রাষ্ট্রপতি ভবন নিজের গ্রাম্য পুরুলিয়ার  বার্তা নিয়ে। 

সারা ভারতবর্ষ থেকে মাত্র ৪৫ জন মনোনীত হয়েছেন জাতীয় শিক্ষক হিসেবে । তার মধ্যে আছেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের অমিতাভ বাবু। ( পশ্চিমবঙ্গ থেকে একমাত্র )

কি অসাধ্য সাধন তিনি করেছেন ! কি ভাবে পথ চলা শুরু ! কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হয়েছিলেন ! এত প্রত্যন্ত গ্রাম থেকে কিভাবে তিনি পাড়ি দিলেন রাষ্ট্রপতি ভবন !! শিক্ষকদের উদ্দ্যেশেই বা তিনি কি বললেন ! বর্তমান সমাজের কাছে কি বার্তা তিনি দিতে চান ! আথবা আপনি করতে চান নিজের কিছু প্রশ্ন তাও করতে পারেন !

শুনব সরাসরি ওনার কাছ থেকে আর সেই বার্তা পৌঁছে দেব আপনাদের কাছে ডিজিটাল বার্তার মাধ্যমে। 

[ [ পুরো সাক্ষাৎকারটি সরাসরি নিজের ই-মেল এ পেতে হলে SUBSCRIBE অপশন এ গিয়ে নিজের ই-মেইল পাঠান ......আমরা ই-মেইল মারফৎ খবরটি পাঠিয়ে দেব আপনাকে ] ]

পেজটির নিচে গিয়ে এখানে আপনার ইমেল সাবমিট করুন 

আপনাদের প্রশ্ন থেকে কিছু বাছাই করা প্রশ্ন  আমরা  তুলে ধরব অমিতাভ বাবুর কাছে । কি  বললেন জাতীয় শিক্ষক - অমিতাভা বাবু প্রকাশ করা  হবে এখানেই।
--------------------------------------------------------------------------------------------------------------------------
তাই যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ

LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
CLICK HERE
FACEBOOK PAGE- CLICK

SHARE THIS TO MAXIMUM- PROUD OF BENGAL FROM PURULIA-AMITAV MISHRA--------------------------------------------------------------------------------------------------------------------------


2 comments:

  1. Amitava Mishra is great, gloriousness of W.B in India.

    ReplyDelete
  2. Amitava Mishra is great, gloriousness of W.B in India.

    ReplyDelete