Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 6 September 2018

অ্যামাজন হ্যাক !! বিশ্বের ১ ট্রিলিয়ন ডলার কোম্পানি অ্যামাজন কি সত্যিই হ্যাক হয়েছে !!?

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর - কোটি টাকার প্রশ্ন - অ্যামাজন কি হ্যাকেরদের কবলে !!?



হ্যাকারদের  উৎপাত নতুন কিছু জিনিস না, বিভিন্ন সময়ে বিভিন্ন তাবড় তাবড় কোম্পানি  রেহায় পায়নি এই হ্যাকারদের  কবল থেকে। শুধু কোম্পানি কেন ! হ্যাকিং এর কবলে মাঝে মধ্যে পড়েন সেলিব্রিটি রাও। এবার কি তবে অ্যামাজন !!?

এই সদ্যই অ্যামাজন বিশ্বের ১ ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে ঘোষিত হয়েছে এবং ভারতের বাজারে বর্তমানে সবচেয়ে বড় অনলাইন মার্কেট। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন চলে অ্যামাজনের মাধ্যমে। ডিজিটাল বার্তার নিউজ এটি। 
বিশেষ করে শহরাঞ্চলের বেশিরভাগ ক্রেতায় এখন অনলাইন কেনাকাটায় বেশী পছন্দ করেন। তাই , উদ্বেগ থাকা স্বাভাবিক।

ঘটনার সূত্রপাত সকাল থেকেই ...... অ্যামাজনের যারা বিক্রেতা তারা প্রথমে বিষয়টি আন্দাজ করেন। কারন- সকাল থেকেই বিক্রেতাদের  পোর্টালে  অস্বাভাবিক ভাবে রিফান্ড আসতে থাকে এমনকি দেখা যায় যে, গতদিনে যত অর্ডার তারা পাঠিয়েছিলেন তার সব রিফান্ড'এর ই-মেল আসতে থাকে।

সকাল থেকে বিক্রেতারা অভিযোগ জানালেও অ্যামাজন এর তরফ থেকে কোন রকম রিপ্লাই পাওয়া যাচ্ছিলো না । স্বাভাবিক ভাবেই সহ্যের বাঁধ ভাঙতে শুরু করে।
তাই। বিকেল দিকে অ্যামাজন তরফ থেকে জানানো হয় যে , টেকনিক্যাল কিছু ত্রুটির  কারনে এমনটা হয়েছে এবং তাদের টেকনিক্যাল টিম কাজ করছে খুব জলদি সব ঠিকঠাক হয়ে যাবে। যদিও - ৬ সেপ্টেম্বর বিকেল ছাড়িয়ে  রাত হলেও কিছুই ঠিক হয়নি। ডিজিটাল বার্তার নিউজ।

তাই, সন্দেহ ক্রমশ দৃঢ় রুপ নিতে থাকে । কিছু  বিক্রেতা সন্দেহ প্রকাশ করেন যে , অ্যামাজন স্বীকার করছেনা যে তাদের সার্ভার হ্যাক হয়েছে , কারন তাহলে অ্যামাজনের শেয়ার দর পড়ে যেতে পারে!!

যদিও অ্যামাজন এখনও এবাপারে বিশেষ কিছু বলেনি, তবে ভারতের লউখনউ এ অ্যামাজন এর তরফ থেকে  হ্যাকিং এর একটি এফ  আই আর করা হয়েছে । তাতে বলা হয়েছে কিছু আননন হ্যাকার অ্যামাজনের ১৫০০ ক্রেতার  রিফান্ড টাকা গুলো হ্যাক করে তাদের নিজেদের আকউন্টে ডাইভারট করে নিয়েছে!!

ঘটনাটা নজরে আসে যখন ক্রেতারা তাদের রিফান্ড টাকা না পেয়ে বার বার  অভিযোগ জানাতে থাকেন। তখন, অ্যামাজনের ইন্টারনাল অডিট টিম তদন্ত করে বুঝতে পারে বাপ্যারটা এবং এফ আই আর করা হয় লউখনউ থানায় ।

যদিও, ক্রেতাদের ভয়ের কোন কারন নেয়। কারন- তাদের রিফান্ড টাকা অ্যামাজনের তরফ থেকে দিয়ে দেওয়া হবে
এই টাকাগুলো পাঠানো হয়েছিল ক্রেতাদের আকউন্টে কিন্তু, মাঝখানে হ্যাকাররা সেই ক্রেতাদের টাকাগুলো হ্যাকিং এর সাহায্যে ক্রেতার বদলে নিজেদের আকউন্টে নিয়ে নিয়েছে!!

FACEBOOK PAGE- CLICK
--------------------------------------------------------------------------------------------------------------------------

আরও খবর -     মা মনসা জারী করলেন ১৪৪ ধারা পুরুলিয়ায়
--------------------------------------------------------------------------------------------------------------------------
ডিজিটাল বার্তার যেকোনো খবর বা আর্টিকেল সরাসরি আপনার ই-মেল এ পাওয়ার জন্য আপনার মেল সাবমিট করুন 
এখানে ->  ক্লিক করুন 

পেজটির নিচে গিয়ে এখানে মেল সাবমিট করুন 

No comments:

Post a Comment