Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Tuesday, 11 September 2018

বাঁকুড়া শহরে আয়োজন হল এবার "তাল" উৎসবের

বাঁকুড়া শহরে আয়োজন হল এবার "তাল" উৎসবের 

বাঁকুড়ার "তাল"  উৎসব - নীলকণ্ঠ ভবন, চাঁদমারি ডাঙ্গা 

"বাঙালীর বারো মাসে তেরো পার্বণ " - প্রবাদটা বোধহয়  বড্ড সেকেলে হয়ে গেছে। কারন - মাস তো বারোটাই আছে কিন্তু  পার্বণ এখন তেরো'টার মধ্যে সীমাবদ্ধ নেই। বাঙালীর এখন বোধহয় বারো মাসে ছাব্বিশ উৎসব বললেও কম পড়বে  ! কি নেই সেই উৎসবের লিস্টে ! মা উৎসব, মাটি উৎসব, কৃষি উৎসব, আম উৎসব , যুব উৎসব, ছাত্র উৎসব ......!!

আর এবার সে উৎসবের লিস্টে যোগ হল এবার - " তাল " । হ্যাঁ ,ঠিক ই শুনলেন ' তাল ' উৎসব। সদ্য এই উৎসবের আয়োজন হয়েছিল বাঁকুড়ার চাঁদমারি ডাঙ্গার নীলকণ্ঠ ভবনে । আয়োজক- কোলকাতার  D.R.C.S.C ( Development Research Communication & Servises centre ).

চলছে কেনাকাটা - 'তাল উৎসব ' 
কোলকাতার এই সংস্থা ৮-১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বাঁকুড়াতে এই তাল উৎসবটির আয়োজন করেছিল। আর কেই বা না জানে রসনা তৃপ্তিতে বাঙালীর জুড়ি মেলা ভার! তাই, সদলবলে গিয়ে কার না ইচ্ছে করে একটু  তাল'এর স্বাদ নিয়ে আসতে। এমনিতে বিশ্বায়ন এর যুগে সবসময় সুযোগ হয়ে উঠে না মরসুমি ফলের স্বাদ গ্রহন করার। তাই, হাতের কাছে পেয়েছে কেই বা ঘরে বসে থাকতে চাই! তাই, তাল উৎসব হয়ে উঠেছে জমজমাট । পড়েছে  কেনাকাটার  হুড়োহুড়ি ।

কি খাবেন আপনি - তালের ফুলুরি থকে শুরু করে তালের গুলাব জামুন , তালের ইডলি, তালের আইসক্রিম , তালের কচুরি  থেকে শুরু করে তালের মোমো , তালের কুলফি, তালের ক্ষীর , তালের সন্দেশ !! কি নেই !! সবই রয়েছে সেখানে শুধু চেখে দেখার অপেক্ষা মাত্র !

                                                                                                           
তাল উৎসবের কিছু মেনু 
তালের মোমো ও সন্দেশ 
শুধু নিজে খেলে হবে! তাহলে তো বউ বকুনি দেবে ! তাইনা ? তাই, সে কথা চিন্তা করেই রয়েছে বাড়ি নিয়ে যাওয়ার  জন্য  "কম্ব প্যাক" মুল্য ১১০ টাকা। ছিল বসে খাওয়ার ব্যবস্তাও।

তবে বাঁকুড়া বাসীর একটাই দুর্ভাগ্য  শনি-রবি-সোম সাকুল্যে মাত্র তিন দিন তাও আবার সোমবার গেলো মেঘবৃষ্টিতে ! তাই, এবারকার মতো মন আর কিছু করার নেই ! কিন্তু দেখবেন পরেরবার যেন আর না মিস হয়ে যায়।
--------------------------------------------------------------------------------------------------------------------------
READ -  পশ্চিমবঙ্গ থেকে একমাত্র যিনি জাতীয় শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ওনার সাক্ষাৎকার সরাসরি ওনার মুখ দিয়ে ...... স্কুল শিক্ষাকে কিভাবে উন্নত করা যায় বললেন ওনার পরিকল্পনা ।


=======================================================================
পাঠান আপনার লেখা আর জিতুন পুরষ্কার 
শিক্ষক দিবস ও স্বাক্ষরতা দিবস  উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনাকে শুধু পাঠাতে হবে আপনার চিন্তা ভাবনা - " কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাবস্তা আরও উন্নত করা যাবে " ( প্রাথমিক / মাধ্যামিক )


শব্দ সংখ্যা - সর্বাধিক ১০০০। ভাষা- বাংলা ।লেখা পাঠাবেন - digitalbarta18@gmail.com OR 'CONTACT US' এর মাধ্যামে । লেখার সাথে আপনার পুরো ঠিকানা ও ফোন নম্বার দেবেন।

সবচেয়ে সেরা চিন্তাধারার ও বাস্তব ধর্মী লেখাটিকে পুরস্কৃত করা হবে বিশেষভাবে এবং ছবি সহ  প্রকাশ করা হবে ডিজিটাল বার্তা পেজে। 
পুরষ্কার ঘোষণা করা হবে - প্রতিযোগিতাটি শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে। প্রত্যেকের ই-মেল মারফৎ বিজয়ীর নাম পাঠানো হবে।

FOR MORE DETAILS CLICK HERE - "PARTICIPATE, SHARE & WIN "
========================================================================

FACEBOOK PAGE- CLICK
--------------------------------------------------------------------------------------------------------------------------

আরও খবর -     মা মনসা জারী করলেন ১৪৪ ধারা পুরুলিয়ায়

========================================================================

No comments:

Post a Comment