Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Saturday, 8 September 2018

পাঠান আপনার চিন্তাভাবনা আর পান সেরার সেরা হওয়ার সুযোগ

শিক্ষক দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনাকে শুধু পাঠাতে হবে আপনার চিন্তা ভাবনা - " কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাবস্তা আরও উন্নত করা যাবে " ( প্রাথমিক / মাধ্যামিক )

An Initiative to improve awarness on  education system of westbengal

শব্দ সংখ্যা - সর্বাধিক ১০০০। ভাষা- বাংলা ।লেখা পাঠাবেন - digitalbarta18@gmail.com OR 'CONTACT US' এর মাধ্যামে । লেখার সাথে আপনার পুরো ঠিকানা ও ফোন নম্বার দেবেন।  সবচেয়ে সেরা চিন্তাধারার ও বাস্তব ধর্মী লেখাটিকে পুরস্কৃত করা হবে বিশেষভাবে এবং ছবি সহ  প্রকাশ করা হবে ডিজিটাল বার্তা পেজে। 
পুরষ্কার ঘোষণা করা হবে - প্রতিযোগিতাটি শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে। প্রত্যেকের ই-মেল মারফৎ বিজয়ীর নাম পাঠানো হবে।

নিয়ম ঃ
১। শব্দসংখ্যা মেনে সময়োপযোগী ও বাস্তব ধর্মী লেখা পাঠাবেন।
২। আপনার ছবি সহ নাম,ঠিকানা পাঠাবেন।
৩। শুধুমাত্র সেরা চিন্তাভাবনাটিকে পুরস্কৃত করা হবে এবং প্রকাশ করা হবে ডিজিটাল বার্তা পেজে।
৪। প্রত্যেক এর ই-মেল মারফৎ ফলাফল ঘোষণা করা হবে। তাই, চেষ্টা করবেন ই-মেল যাতে থাকে এবং সেই ই-মেল আমাদের পেজে দিয়ে রাখুন। এখানে -

ই-মেল দিয়ে সাবমিট করুন 
৫। এই খবরটি বা লিঙ্কটি শেয়ার করুন অনেকের মধ্যে যাতে সেরার সেরা চিন্তাধারা উঠে আসে আমাদের সবার কাছেই।
৬। সেরার সেরা লেখাটি যদি বাস্তব ধর্মী হয় তাহলে সেটিকে শিক্ষা দপ্তরে পাঠানোর চেষ্টা করা হবে।
৭। লেখার বিষয় - পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাবস্থা কিভাবে আরও উন্নত করা যাবে ( প্রাথমিক/ মাধ্যামিক)


বিদ্রঃ কমপক্ষে ৩০টি লেখা জমা না পড়লে প্রতিযোগিতাটি বাতিল বলে ধরা হতে পারে। তাই, শেয়ার করুন নিজেও পাঠান আপনার মতামত আর অন্যকেও জানান।

আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন ডিজিটাল বার্তা পেজে।
www.digitalbarta.in


========================================================================
1 TRILLION DOLLAR COMPANY #AMAZON HACKED IN INDIA - READ HERE.

#AMAZON INDIA HACKED
========================================================================

No comments:

Post a Comment