Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 20 September 2018

দালাল চক্র থকে মুক্তি ! এবার ড্রাইভিং লাইসেন্স পাবেন বাড়ীতে বসেই - কিভাবে জানুন বিস্তারিত।

দালাল চক্র থকে মুক্তি ! এবার ড্রাইভিং লাইসেন্স পাবেন বাড়ীতে বসেই !

- কিভাবে জানুন বিস্তারিত


সরকারি অফিসে কাজ করানোর তিক্ত অভিজ্ঞতা নেই এমন ব্যাক্তি খুঁজে পাওয়া বর্তমান দিনে খড়ের গাদায় সূচ খোজার মত বললেও বোধহয় কম বলা হয় ! আর না হয়  আপনাকে দিতে  হবে দ্বিগুন দাম যেকোনো পরিষেবা পাওয়ার জন্য! এটা এখনকার অপ্রিয় সত্যি কথা।

তাই যেকোনো সরকারি অফিস মানেই কোন না কোন দালালের সাহায্য আপনাকে নিতেই হত। তা সে হসপিটাল এর জরুরি পরিষেবা হোক বা জাতিগত শংসাপত্র !! সর্বত্র একই অবস্থা - ফেলো কড়ি মাখো তেল !

সরকারিভাবে অবশ্য বহুবার চেষ্টা করা হয়েছে  - দালাল চক্র হাটিয়ে সাধারন মানুষ কে যতটা সম্ভব সরিকারি পরিষেবা দেবার। সেই চেষ্টার নবতম সংযোজন  - ড্রাইভিং লাইসেন্স ।

হ্যাঁ , এবার থেকে আপনি বাড়ীতে বসেই পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স । আর আপনাকে যোগাযোগ করার কোন প্রয়োজন নেই দালালদের সাথে।

এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনি করতে পারবেন অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। সুতরাং, আর আপনাকে গুণতে  হবেনা কোন  অতিরিক্ত টাকাও। ========================================================================
দেখুন অভিনব - 'তাল উৎসব' , আয়োজিত হল বাঁকুড়া'তে 
========================================================================

এ প্রসঙ্গে  আরটিও (R.T.O)  আধিকারিকের সাথে যোগাযোগ করে জানা গেলো যে ," যারা লার্নার এর জন্য আবেদন করতে চান তাদের কেবলমাত্র সরকার নির্ধারিত ২৪০/- টাকা দিতে হবে আর যারা লার্নার এর পর লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাদের দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত মাত্র ৫৪০/- টাকা। "
অর্থাৎ , আপনি যদি এখন গিয়ার দেওয়া বাইক এর জন্য লাইসেন্স নিতে চান তাহলে সর্বমোট আপনাকে দিতে হবে ৭৮০/- টাকা।

লার্নার এর জন্য আবেদন করছেন এরকম একজন এর সাথে কথা বলে জানা গেলো যে -  তার বন্ধুরাই কয়েকমাস আগে দালাল মারফৎ ৬০০+৮০০ =১৪০০/- টাকা দিয়ে লাইসেন্স করিয়েছে!!

আরটিও (R.T.O)  আধিকারিকের সাথে কথা বলে জানা গেলো বর্তমানে যে অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে তা খুবই সহজ এবং যে কেও চাইলেই আবেদন করতে পারেন বাড়ীতে বসেই। তবে টাকা জমা করাটা এখন অনলাইন হয়নি পশ্চিমবঙ্গের সব জেলায়। সেক্ষেত্রে আবেদন করার পর আবেদনের প্রিন্ট কপি নিয়ে  সংশ্লিষ্ট  আরটিও (R.T.O)  অফিসে গিয়ে টাকা জমা করতে হবে । তবে, খুব শীঘ্রয় টাকা জমাটাও যাতে অনলাইনে করা যায় সব জেলাতেই সেই ব্যবস্থা ধীরে ধীরে শুরু হবে।


FACEBOOK PAGE- CLICK

আসুন এবার দেখা যাক কিভাবে আপনি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন -


১। প্রথমে আপনাকে যেতে হবে -  www.parivahan.gov.in   এই ওয়েবসাইটে।
২। তারপর  আপনার রাজ্য সিলেক্ট করুন - Westbengal ।
৩। তারপর    APPLY ONLINE  - এ গিয়ে বিভিন্ন অপশন পাবেন যেমন-
                                                   
     APPLY FOR LEARNER
     APPLY FOR NEW DRIVING LICENCE
     SERVICE REGARDING DRIVING LICENCE Etc.
           
৪। আপনার প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে তারপর সিলেক্ট করতে হবে আপনার আরটিও (R.T.O) অফিস।
৫। এরপর  দিতে হবে আপনার নাম,ঠিকানা, ফোন নাম্বার , ই-মেল ইত্যাদি কিছু তথ্য।
৬। তারপর আসবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ।
৭।  ডকুমেন্ট  আপলোড হলেই আপনাকে নির্ধারিত ফিস কাটাতে হবে।

যেখানে অনলাইনে ফিস কাটানোর সুবিধা নেই সেখানে আবেদনপত্রটি প্রিন্ট করে যেতে হবে সংশ্লিষ্ট আরটিও অফিসে । সেখানে গিয়ে টাকা জমা দিয়ে আসতে হবে ।
৮। এরপর পুনরাই ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং টেস্ট এর জন্য তারিখ বুক করতে হবে ।
এবার সেই তারিখে গিয়ে টেস্ট দেবেন । ব্যাস !

আর এতেও যদি বুঝতে অসুবিধে  হয়ে থাকে ,  তাহলে আমাদের পাঠান আপনার ই-মেল আমরা বিশেষ ভাবে আধিকারিকদের সহযোগিতায়  রেখাচিত্রের সাহাজ্যে তৈরি PDF  ফরম্যাট আপনাকে ই-মেল মারফৎ পাঠিয়ে  দেবো সরাসরি । সেখানে আপনি অনলাইনে আবেদনের খুঁটিনাটি পেয়ে যাবেন।

আর কোন রকম কিছু দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। তবে দালাল চক্র অবশ্য দমার পাত্র নয় এত সহজে !! তাই , তেনারাও নিজেদেরকে আপডেট করতে ব্যাস্ত এখন !! কিছু ক্রেতা অবশ্য এখনও সেই দালাল চক্রতেই আবদ্ধ ! দালাল চক্র এখনও সেই একই রকম ভাবে ক্রেতা ধরতে ব্যাস্ত। কারন সব ক্রেতা তো আর অনলাইন বলতে কি জিনিস বোঝেন না !!
========================================================================
পুজোর আগে পোস্টঅফিস দিতে চলেছে সুখবর - চাকুরীজীবী, মধ্যবিত্ত প্রত্যেককে  - ক্লিক করুন জানতে 

নাম প্রকাশ করা হবে  না কথা দেওয়াই একজন দালাল বললেন - " ক্রেতা কিছু কমবে সেটা নিশ্চিত ,তবে আমাদের ক্রেতার কমি নেই । কারন-  সবার কাছে তো আর কম্পিউটার নেই আর  না আছে তথ্য ! এখনও তো কেও জানেই না যে এভাবে বাড়ীতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সএর জন্য আবেদন করা যায় ! সেই আমাদের কাছে এসেই খবর নেয় ! আর এমনিতেও সত্যি কথা বলতে নিজে করার মানসিকতা বাঙালি বোধহয় বহুদিন আগেই বিসর্জন দিয়েছে। তাই আমাদের সেরকম কিছু না। এখন ক্রেতার কাছে সব ডকুমেন্ট নিয়ে আমরাই  করে দেবো অনলাইনে আবেদন " !!




বুঝলেন তো !! তাই, সিদ্ধান্ত এবার একান্তই আপনার । আপনি তবুও দালালের সাহাজ্যে করাবেন নাকি নিজেই বাড়ি থেকে আবেদন করবেন !! কি ভাবছেন কম্পিউটার নেই !! আরে তাহলে যেখানে অনলাইনে পরিক্ষার ফর্ম ফিলাপ করেন সেখান থেকেও তো করাতে পারবেন । আর আপনার পাশের  বাড়ীর বা পাড়ার বন্ধুটিকেও বারন করুন দালালের কাছে যেতে। নিজেই আবেদন করুন অথবা সাইবার ক্যাফেতে গিয়ে করান।

প্রসঙ্গত, এ বাপ্যারে যদি আপনাদের কিছু মতামত অথবা কোন সমস্যা থেকে থাকে সরাসরি ই-মেল করুন আমাদের digitalbarta18@gmail.com  অথবা যোগাযোগ করুন  CONTACT US  এর মাধ্যমে । অথবা #DigitalBarta  এই সাইটে গিয়ে খবরের শেষে কমেন্টে জানান।

এরকম ধরনের খবর সরাসরি সবার আগে নিজের ই-মেলে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন নিচে - শুধুমাত্র আপনার ই-মেল লিখুন আর সাবমিট করুন এবং ই-মেল চেক করুন । 

যেকোনো আপডেট সরাসরি ই-মেলে পেতে হলে
=====================================
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

===================================




=======================================================================



========================================================================
দেখুন অভিনব - 'তাল উৎসব' , আয়োজিত হল বাঁকুড়া'তে 

=======================================================================


পেন তুলুন আর লিখে পাঠান- " কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যাবস্থার আরও উন্নতিকরন করা সম্ভব( প্রাথমিক/মাধ্যামিক)

সেরা লেখাটি প্রকাশ করা হবে লেখকের ছবি সহ আর পুরস্কৃত করা হবে ।

======================================================================================== 


No comments:

Post a Comment