Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Thursday, 20 September 2018

মুদ্রাস্ফিতির বাজারে ১লা অক্টোবর থেকে পোস্টঅফিস আপনাকে সুখবর দিতে চলেছে !! জানুন বিস্তারিত

মুদ্রাস্ফিতির বাজারে ১লা অক্টোবর থেকে পোস্টঅফিস আপনাকে সুখবর দিতে চলেছে !!


একদিকে  ডি এ  নেই ! অন্যদিকে মুদ্রাস্ফিতি আর তার মাজখানে  ব্যাঙ্কগুলিও ক্রমাগত কমিয়ে চলেছে সুদের হার তা সে স্থায়ী আমানত হোক বা রেকারিং !! এই ত্রিফলার আঘাতে মধ্যবিত্ত যখন জেরবার ঠিক তখনি পোস্টঅফিস দিতে চলেছে পুজোর আগে সুখবর ।

 প্রথম দিকে মানুষ বাঙ্কের দিকে খুব বেশী পরিমানে ঝুঁকলেও .........বর্তমানে বিভিন্ন বাঙ্কের বিভিন্ন অজুহাতে টাকা কেটে নেওয়ার প্রবনতা মানুষকে কিছুটা হলেও  বাধ্য করেছে বিকল্প পথ খুঁজতে !! আর বিকল্প বলতে তো সে পোস্টঅফিস !

 সর্বত্রই দিন দিন কমছে সুদের হার !! এমন অবস্থায় মানুষের আস্থা অর্জন করেছিল পোস্টঅফিস । সেখানে অন্তত পাওয়া যেত কিছুতা হলেও বেশী সুদ। তাই , সঞ্চয়ী মানুষজন ঝুঁকেছিল পোস্টঅফিসের দরজায় । কিন্তু গত কয়েক বছর থেকে পোস্টঅফিসও কমাতে থাকে তাদের বিভিন্ন প্রকল্পে সুদের হার ! ফলস্বরুপ পোস্টঅফিসের ব্যাবসা কিছুটা হলেও মার খেয়েছে এদানিংকালে।

আর সেই সুবাদে এবার সাধারন মানুষের কপাল খুলেছে ! অর্থাৎ ১ লা অক্টোবর থেকে পোস্টঅফিস আবার বাড়াতে চলেছে তাদের বিভিন্ন আমানতের ওপর সুদের হার !
আসুন এক নজরে কয়েকটি প্রকল্পে সুদের হার দেখে নেওয়া যাক কি পরিবর্তন হয়েছে -

৫ বছর টার্ম ডিপোসিট - আগে ছিল ৭.৪ % যা ১লা অক্টোবর থেকে হবে ৭.৮ %

পি পি এফ - আগে ছিল ৭.৬%  যা ১লা অক্টোবর থেকে হবে ৮.০০ %

সিনিয়র সিটিজেন ৫ বছর টার্ম ডিপোসিট - আগে ৮.৩ % আর ১লা অক্টোবর থেকে ৮.৭%
NEW RATE CHART

বাড়ানো হয়েছে কিষান বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনা , এম আই এস সব ক্ষেত্রেই । 


কোন স্কিমে কত  বাড়ানো হয়েছে বা কি কি পরিবর্তন হতে চলেছে তা বিসদে জানতে আপনার ই-মেল পাঠান কমেন্ট'এ অথবা সরাসরি  ...... আমরা পোস্টঅফিস এর অর্ডার কপি সমেত আপনার ই-মেল এ পাঠিয়ে দেবো ।

এ রকমই স্মল সেভিংস স্কিম গুলিতে যথারীতি বাড়ানো হয়েছে সুদের হার । পুজোর আগে  চাকুরীজীবী থেকে সাধারন মানুষ অথবা সিনিয়র সিটিজেন সকলের কাছেই সুখবর ।

========================================================================
FACEBOOK PAGE- CLICK

=========================================================================================== 

দালাল চক্র থেকে মুক্তি ! জানুন কিভাবে বাড়ীতে বসেই আবেদন করবেন ড্রাইভিং লাইসেন্স- ক্লিক করুন 
===========================================================================================

এরকম ধরনের খবর সরাসরি সবার আগে নিজের ই-মেলে পেতে চাইলে সাবস্ক্রাইব করুন নিচে - শুধুমাত্র আপনার ই-মেল লিখুন আর সাবমিট করুন এবং ই-মেল চেক করুন । 

যেকোনো আপডেট সরাসরি ই-মেলে পেতে হলে
=====================================
NOW IT'S MORE EASY TO CONNECT
DIGITAL BARTA WHATSAPP

===================================

2 comments:

  1. Replies
    1. please read the article its now 7.6% & it will 8 % from 1st october 2018.

      Delete