শহিদ মিনার কি পারবে পশ্চিমবাংলার শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে !!?- সরাসরি শহিদ মিনার থেকে
![]() |
ফাইল চিত্র- সম্পাদিকা পৃথা বিশ্বাস |
তাঁদের সকলেরই যোগ্যতা মান উচ্চ মাধ্যমিক ( ৫০ %) সাথে করতে হয়েছে ২ বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু সরকারি খাতায় তাদের বেতন ক্রম ও যোগ্যতা সেই মাধ্যমিক !
অথচ সরকারি নিয়ম আনুসারে এখন প্রাথমিক শিক্ষক হতে হলে নুন্যতম যোগ্যতা মান কিন্তু উচ্চ-মাধ্যমিক !!
কিছুতেই যেন মেলেনা এ হিসাব। সরকারের কাছে বহুবার এই বঞ্চনার কথা তুলে ধরলেও বিশেষ কিছু কাজ হয়নি ... আর এখান থেকেই শুরু দাবির।
সেই দাবী শুরু হয় জেলায় জেলায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান এর ছত্রছায়ায় । ......... তারপর জেলার প্রতিটি প্রবাহ এসে জমা পড়ে কোলকাতার রাজপথে ৭ই অগাস্ট , রানি রাসমনি অ্যাভেন্যু তে। কাজের কাজ কিছুই হয়নি , শুধু মিথ্যে মন ভোলানো কথা ছাড়া!!
তাই, এবার আর মন ভোলানো কথায় ভুলতে নারাজ এ বাংলার শিক্ষক-শিক্ষিকারা !! রাত পোহালেই শুরু হচ্ছে তাদের অবস্থান বিক্ষোভ । দাবী একটাই- হয় এবার সরকার সরাসরি কিছু বলুক নাহয় চলবে আমরন অবস্থান বিক্ষোভ। স্থান - কোলকাতা শহিদ মিনার।
![]() |
FACEBOOK PAGE- CLICK |
তবে শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন কয়েকজন রাজনৈতিক ব্যাক্তিত্বও। UUPTWA যদিও দাবী করেন যে, - তাদের সংগঠন সম্পুরনভাবেই অরাজনৈতিক ।
তাহলে রাজনৈতিক ব্যাক্তিত্বদের আমন্ত্রন জানানো হল কেন ?
- UUPTWA এর কথায় আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে দল-মত নির্বিশেষে সকলকেই আমন্ত্রন জানিয়েছি। কোন বিশেষ রাজনৈতিক দলকে একা নয়।
=======================================================================
পড়ুন- জানেন কি আপনার প্যান কার্ড কিভাবে বরাদ্দ হয় ?? কি কি জানা যায় প্যান কার্ড দেখে !!? - জেনে রাখুন ।
====================================================================
শিক্ষকদের কথায় - "দুর্ভাগ্যর যে সামান্য এক ন্যায্য বেতন কাঠামো পেতে পশ্চিমবাংলার শিক্ষকদের পথে নামতে হচ্ছে !!"
সরকার পক্ষ অবশ্য এ বাপ্যারে সেরকম কিছু বলতে ছাইছে না। তবে শিক্ষক দের দাবি যে ন্যায্য তা মানছেন উপর মহলের প্রত্যেকেই।
UUPTA এর সদস্য দের সাথে কথা বলে যানা গেল এ রাজ্যের প্রাথমিক শিক্ষকরা প্রতি মাসে প্রায় ১০,০০০ টাকা কম পাচ্ছেন তাদের ন্যায্য পাওনা থেকে আর সেই বঞ্চনা দীর্ঘকাল থেকে চলে এলেও কোনরূপ সংশোধনের সদিচ্ছা দেখাইনি কোন সরকারই।
আসুন দেখে নেওয়া যাক কিভাবে ১০,০০০ টাকা কম বেতন পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা ।
খোঁজ নিয়ে যানা গেলো বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা যে বেতন ক্রম পান তা হল ৫২০০-২৫,৪০০ সাথে গ্রেড পে ২৩০০-২৬০০, যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য শিক্ষার অধিকার আইন অনুসারে শিক্ষকদের বেতন ক্রম সংশোধন করে যা বর্তমানে ৯৩০০-৩৪৮০০ সাথে গ্রেড পে ৪২০০।
অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা NCTE RULES মেনে নিজেদের যোগ্যতা বাড়ালেও বাড়েনি তাদের বেতন।
এমনকি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) পরিচালিত মাদ্রাসার প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও বেতন কাঠামো ৭০০০-৩০০০০ সাথে গ্রেড পে ৩২০০ !!
এখান থেকেই শুরু ন্যায্য দাবিতে আন্দোলন । আর সেই বঞ্চনার প্রতিবাদেই পথে নামতে হল তাদের।দাবি একটাই - " অবসান হোক দীর্ঘদিনের এই বেতন বঞ্চনার" ।
সংগঠনের পক্ষ থেকে যানা গেলো, বিভিন্ন ভাবে তারা সরকারের কাছে তাদের দাবির কথা তুলে ধরেছেন - যেমন জেলায় জেলায় ডেপুটেসন, সই সংগ্রহ, মৌন-মিছিল ,তথ্য জানার অধিকার থেকে শুরু করে কোর্ট কেস !! কিন্তু কাজ না হওয়াই এবার রাস্তাই নেমেই আন্দোলন। তবে এর জন্য পড়ুয়া দের যাতে কোনরূপ কোন ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে।
========================================================================
========================================================================
এখন দেখার কালকের অবস্থান বিক্ষোভ কি পারবে পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বঞ্চনার অবসান ঘটাতে !! সে কথা সময় বলবে।
তবে, এ জাতীয় খবরের কোলকাতা শহিদ মিনার থেকে আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
FACEBOOK PAGE- CLICK |
No comments:
Post a Comment