ইতিহাসের তলা থেকে, ইতিহাসের সাক্ষী হতে জমায়েত রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা
শহিদ মিনার থেকে
২৯ অগাস্ট, কোলকাতাঃ কেও পুরুলিয়া, কেও বর্ধমান কেও বা চব্বিস পরগনা থেকে .......... কেও রাত্রি থেকে, কেও ভোরে কেও বা এসেছেন সকালে ......... কিন্তু শহিদ মিনারের পাদদেশে সবার একটাই পরিচয় - উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান। আর দাবিও একটাই - শুধুমাত্র ন্যায্য বেতন। সেই দাবীর পক্ষে পা'এ পা মেলাতে হাজির সকলেই শহিদ মিনার প্রাঙ্গনে।
অনুনয় - বিনয় ,সহযোগিতা ,অপেক্ষা করে পাওয়া পাওয়া গেছে - শুধু মন ভোলানো আশ্বাস আর উপেক্ষা । তাই, এবার আর না .........!!
এবার দাবী - সরাসরি কিছু বলুন মাননীয় করতা-ব্যাক্তি'রা।
আর পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় শিক্ষক আন্দোলনের সমর্থনে হাজির থাকছেন - সমাজের বিভিন্ন স্ততের বিশিষ্ট জনেরা। আবার উপস্থিত থাকছেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্বও।
আমন্ত্রন জানানো হয়েছে - মূলধারার সমস্ত রাজনৈতিক দলকে।
আসুন দেখে নেওয়া যাক শহিদ মিনারের পাদদেশে প্রাথমিক শিক্ষকদের এই অবস্থান বিক্ষোভকে সমর্থন জানাতে উপস্থিত থাকার সম্ভাবনা কাদের -
![]() |
FACEBOOK PAGE- CLICK |
- সূর্যকান্ত মিশ্র
- মুকুল রায়
- আব্দুল মান্নান
- সুজন চক্রবর্তী
- অধীররঞ্জন চৌধুরী
- নেপাল মাহাত
- বিকাশ রঞ্জন ভট্টাচার্য
![]() |
Advt.- Do Business with Amazon Full time or Part Time |
বুদ্ধিজীবী ব্যাক্তিত্ব ঃ
- মন্দাক্রান্তা সেন
- সমীর আইচ
- আজিজুল হক
- আমিতাভ মিশ্র
- নিরমালা মাহাত
- আম্বিকেশ মহাপাত্র
- অশোকনাথ বসু
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
মূল অবস্থান বিক্ষোভ হচ্ছে ঐতিহাসিক শহিদ মিনারের পাদদেশে ২৯-৩০ অক্টোবর । সেখানেই স্রোতের মত গতকাল রাত্রি থেকেই একত্রিত হচ্ছেন সকলেই। রাত্রি থেকে ভোর , ভোর থেকে সকাল - সকাল থেকে দুপুর , ক্রমশ বাড়ছে শিক্ষক-শিক্ষিকাদের জমায়েত।
জমায়েত দেখলেই যেন বোঝা যায় - এই ক্ষোভ দীর্ঘদিনের আর UUPTWA সেই ক্ষোভ প্রদর্শনের একটা প্লাটফর্ম মাত্র। আসলে সবাই এখানে এসেছেন নিজেদের তাগিদে । কোন প্রলোভন, ভীতি প্রদর্শন'এর ফলে না। সেই অর্থে , এই বিশাল জমায়েত অর্থবহ।
আয়োজনে অবশ্য খামতি রাখতে নারাজ UUPTWA নেতৃত্ব । কিন্তু, এত আয়োজনের খরচ- খরচা !! প্রশ্ন শেষ হবার আগেই উত্তর পেলাম - স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটি জেলা থেকে আমাদের সহকর্মী শিক্ষক শিক্ষিকারাই যে যার সাধ্যমত সাহাজ্য করেছেন।
বেলা যত গড়াচ্ছে দুর-দুরান্ত থেকে হাজির হচ্ছেন আমাদের জাতির মেরুদণ্ড 'রা। পথচারী থেকে হোটেল মালিক, বাসের যাত্রী থেকে বাস মালিক সবার একটাই কৌতূহলী প্রশ্ন- শিক্ষকদের এত বড় সমাবেশ !!? কিন্তু কেন !?
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা যে বেতন ক্রম পান তা হল ৫২০০-২৫,৪০০ সাথে গ্রেড পে ২৩০০-২৬০০, যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্য শিক্ষার অধিকার আইন অনুসারে শিক্ষকদের বেতন ক্রম সংশোধন করে যা বর্তমানে ৯৩০০-৩৪৮০০ সাথে গ্রেড পে ৪২০০।
- কারন জানাবার পর মতামত চাওয়া হলে অবশ্য খলাখুলিই বললেন - " এরকম হওয়াটা মোটেই কাম্য নয়। যোগ্যতা অনুযায়ী বেতন পাওয়া তো উচিৎ নিশ্চয়ই। সরকার এত দিকে এত খরচ করছে তাহলে শিক্ষকরা বঞ্চিত কেন !! "
একজন শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে জানলাম - তিনি এসেছেন উত্তর দিনাজপুর থেকে !! গতকাল রাত্রিতেই বেরিয়ে পরেছেন লক্ষে পৌছতে হবে বলে !
প্রশ্ন করলাম- অনেকেই তো আসছে তো এত দূর থেকে না এলেও পারতেন !!?
উত্তর যা পেলাম তাতে আর কিছু প্রশ্ন করার প্রয়োজন পড়ল না ।
তিনি বললেন - " এক ইতিহাসের তলায় এলাম, আর এক ইতিহাসের সাক্ষী থাকতে "
আর আপনারা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য বা ফেসবুক'এ আপডেট খবর পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ - ডিজিটাল বার্তা
আর আপনারা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার জন্য বা ফেসবুক'এ আপডেট খবর পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ - ডিজিটাল বার্তা
![]() |
FACEBOOK PAGE- CLICK |
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment