'উস্থি' কে থামাতে রণকৌশল নির্ধারিত ...... নির্দেশ গেলো জেলায় জেলায় ...।
উস্থি আর বিজেপি !! জোড়া চাপে TMC !!
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা দীর্ঘদিনের। সেই বেতন বঞ্চনার ইতি টানতে মাত্র কয়েক মাস আগেই গঠন হয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফারে অ্যাসোসিয়েশান , সংক্ষেপে 'উস্থি' বা UUPTWA ।
আর এই কয়েকমাসের মধ্যেই উস্থি কপালে ভাঁজ ফেলেছে শাসকগোষ্ঠীর । মাত্র কিছুদিনের মধ্যেই কোলকাতার বুকে তারা দু'দুটি বিশাল আকারের জমায়েত করে ইতিমধ্যেই নিজেদের শক্তির পরিক্ষায় স্বসম্মানে উত্তীর্ণ । তবে , শাসকগোষ্ঠী এর আগে তেমন একটা উচ্চ-বাচ্চ্য না করলেও , ৩০ অক্টোবর এর শিক্ষক আন্দোলনের পর UUPTWA কে আর হালকা ভাবে নিতে নারাজ !
কারন- ৩০ তারিখের শিক্ষক আন্দোলনে হাজির ছিলেন একাধিক হেভি ওয়েট রাজনৈতিক ব্যাক্তিত্ব ! তবে, শিক্ষকদের আন্দোলন বিক্ষোভের দ্বিতীয় দিনে মঞ্চে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি - দীলিপ ঘোষ । যা TMC নেতৃত্বের কাছে যথেষ্ট উদ্বেগের !
![]() |
FACEBOOK PAGE- CLICK CLICK & UPDATE ALWAYS |
কারন - এমনিতেই দীর্ঘদিনের বকেয়া ডিএ , ঝুলে থাকা পে কমিশন , শিক্ষক নিয়োগ আটকে থাকা , শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ বদলি থেমে থাকা ইত্যাদি নানান কারনে সরকারী কর্মচারী থেকে শুরু করে সরকারের বেতনভোগী প্রায় প্রতিটি দপ্তর সরকারের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন , তার সাথে নতুন করে যুক্ত হয়েছে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন তথা 'উস্থি'।
সেই কারনে উস্থি কে থামাতে বা ভাঙন ধরাতে নেওয়া হয়েছে দ্বিমুখী রণকৌশল। এক - পার্টী গত ভাবে আর দুই সরকারী ভাবে।
পার্টী গত ভাবে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতিদের যাতে জেলাতে উস্থি কোনোভাবেই সক্রিয় না হতে পারে। সেই নির্দেশ পৌঁছে গেছে চক্র স্তর পর্যন্ত। আর তাই, বিভিন্ন জায়গায় চক্র স্তরে উস্থিতে যোগদানকারী শিক্ষক - শিক্ষিকাদের প্রতি সতর্কবার্তা দেওয়া হচ্ছে!!
এমন কি এ সপ্তাহে বিভিন্ন জেলাতে শুরু হয়েছে TMC দলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনি । সেখানেও বাদ যাচ্ছেনা উস্থি প্রসঙ্গ।
========================================================================
![]() |
জানুন আপনার GST আর ঠকা থেকে দূরে থাকুন |
--------------------------------------------------------------------------------------------------------------------------
আর সরকারিভাবে আন্দোলনের দিন থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছিলেন যে, কাজের দিনে এত শিক্ষক একসাথে কিভাবে জমায়েত হতে পারল !!?
এবং আগামিদিনে যাতে শিক্ষকরা কোনোভাবেই একসাথে জমায়েত হতে না পারেন সেই বাপ্যারে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে।
তবে, আপাতত বিষয়টি পার্টি লেভেলই সমাধান করার ওপর জোর দেওয়া হয়েছে।
এ জাতীয় খবরের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
FACEBOOK PAGE- CLICK |
No comments:
Post a Comment