শিক্ষক - সরকার- মিডিয়া - বিরোধী - গ্রেপ্তার - অনশন -পুলিশ - অবরোধ - শিক্ষক আন্দোলন !!
আজ সত্যিই ইতিহাস সৃষ্টি করল পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকারা
![]() |
আবেগ ধরা অসম্ভব তবু চেষ্টা মাত্র - ডিজিটাল বার্তা |
শহিদ মিনার, কোলকাতা , ৩০ শে অক্টোবর ঃ কিভাবে ব্যাখ্যা করব এই ঘটনা জানা নেই......। চোখে দেখা দৃশ্য কে কিভাবে সঠিক রুপ দেবো বুঝে উঠতে পারছি না । এমন আবেগ, এমন দৃঢ়তা , এমন বজ্র কঠিন সঙ্কল্প , এমন কারাবরন , এমন স্বতস্ফুরত অংশগ্রহণ এর আগে দেখার সৌভাগ্য হয়নি।
গতকাল থেকে অপেক্ষা করে করে ভাবছি কি হেডলাইন দেবো !! কি লিখলে যোগ্য সম্মান দেওয়া হবে শিক্ষিকাদের এমন কারাবরনের !! কি করলে সঠিক খবর , সঠিক বার্তা পৌঁছবে সমাজের কাছে !! তাই ভেবে চলেছি !!
না, আমার ভাবার কিছু ছিলনা , অনায়াসে লিখে দিতে পারতাম - " বিরোধীরা একই মঞ্চে এসে সরকারকে তুলোধোনা করল " অথবা, অন্যসব নিউজ পোর্টাল এর মত বলতে পারতাম - " শিক্ষকদের একাংশের বেতন বৃদ্ধির জন্য পথ অবরোধ করে আন্দোলন" !! আর নাহয় একটা ছবি তুলে ক্যাপশন দিতে পারতাম - " শিক্ষকদের আন্দোলনে পথচারিদের আসুবিধে " !!
কিন্তু, সেরকম হলে তো সঠিক হত না ......... প্রাপ্য সম্মান কি দেওয়া হত মাননীয় শিক্ষকদের !!
কাল যেন ইতিহাস'কে পথে নামতে দেখলাম । উপলব্ধি করলাম হাজার হাজার মাস্টারদা উঠে এসেছেন ইতিহাস থেকে ডোরিনা ক্রসিং এ।
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী দুই লাইন মনে পড়ছিল আন্দোলনরত শিক্ষক -শিক্ষিকাদের দেখে - " চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির" । আর তাই, শেষ পর্যন্ত কারাবরন করা শিক্ষক -শিক্ষিকারা নিজেদের শির উঁচু করে পুনরায় ফিরে এলেন লক আপ থেকে ।
-- সেই ইতিহাসের সাক্ষী আছে ডোরিনা ক্রসিং ।
সাক্ষী আছে ডোরিনা ক্রসিং - যখন পথচারিরা অবাক বিস্ময়ে দেখছে শিক্ষকদের আবেগ মাখা আন্দোলন ।
পথচারীদের কথায় - " কোলকাতা আন্দোলন তো প্রায় রোজই দেখে , কিন্তু নিজেদের বঞ্চনার জন্য শিক্ষক মহাশয়দের এই আন্দোলন অন্যতম , অভিনব ও সমাজের প্রতি যথেষ্ট ঈঙ্গিতবাহী !!"
সাক্ষী আছে ডোরিনা ক্রসিং, যখন গ্রেপ্তার হচ্ছেন বেলা সাহা, নাফিসা, চন্দন , মইদুল, শাশ্বত, পৃথা ......, তখন শহিদ মিনারে প্রস্তুত আছেন আরও হাজার হাজার বেলা, চন্দন, মইদুল পৃথা !!
পথচারীদের কথায় - " কোলকাতা আন্দোলন তো প্রায় রোজই দেখে , কিন্তু নিজেদের বঞ্চনার জন্য শিক্ষক মহাশয়দের এই আন্দোলন অন্যতম , অভিনব ও সমাজের প্রতি যথেষ্ট ঈঙ্গিতবাহী !!"
সাক্ষী আছে ডোরিনা ক্রসিং, যখন গ্রেপ্তার হচ্ছেন বেলা সাহা, নাফিসা, চন্দন , মইদুল, শাশ্বত, পৃথা ......, তখন শহিদ মিনারে প্রস্তুত আছেন আরও হাজার হাজার বেলা, চন্দন, মইদুল পৃথা !!
আর আমাদের বড় বড় স্বনামধন্য মিডিয়া তখন ব্যাস্ত আছেন এটাকে পথচারীদের আসুবিধে দেখাবেন নাকি বিপর্যস্ত জনজীবন নাম দেবেন !! নাকি আর একটু অপেক্ষা করবেন ওপর থেকে ফোনে কি লেখার অর্ডার আসে সেই জন্য !!
পুলিশ এর ভুমিকা বিশেষ কি বলার থাকতে পারে ! কারন - ট্রেনিং নেওয়ার সময় ওনারা এক প্রতিজ্ঞা করেন আর বাস্তব সম্পূর্ণ আলাদা হয় !! আসলে ওনাদের দোষ দিয়েও বিশেষ কিছু লাভ নেই , চিরকাল তো এটাই জানি - ক্ষমতা ধারী ,পকেট ভারী আর না হয় লোক হতে হবে সরকারী ! তবেই ওনাদের থেকে সঠিক বা বেঠিক কিছু আশা করা যেতে পারে। তাই, এই প্রসঙ্গ না বাড়ানোয় ভালো।
যাই হোক আমাদের বাংলা দেখাল তার মেয়েরা আজও সেই মাতঙ্গিনীর মতই তেজস্বিনী । হাসি মুখে কারাবরন করতে তারা পিছপা নন।
=======================================================================
=======================================================================
পড়ুন- জানেন কি আপনার প্যান কার্ড কিভাবে বরাদ্দ হয় ?? কি কি জানা যায় প্যান কার্ড দেখে !!? - জেনে রাখুন ।
=======================================================================
আর সভামঞ্চ !! তা দেখে বোঝার উপায় নেই যে, এটা শহিদ মিনার প্রাঙ্গন নাকি বিধান সভা !! শিক্ষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানাতে কে আসেন নি সেখানে !!
আর সভামঞ্চ !! তা দেখে বোঝার উপায় নেই যে, এটা শহিদ মিনার প্রাঙ্গন নাকি বিধান সভা !! শিক্ষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানাতে কে আসেন নি সেখানে !!
পশ্চিমবাংলা এর আগে কবে আর কোন ইস্যুতে একসাথে একই মঞ্চে দেখেছেন - " আধির চৌধুরী, বিকাশরঞ্জন ভট্টাচার্য, আব্দুল মান্নান, দিলিপ ঘোষ , সুজন চক্রবর্তী, নরেন বাবু ......... প্রমুখ নামগুলো !!"
এ প্রসঙ্গে মাদিরাহাটের বিধায়ক তথা প্রাথমিক শিক্ষক যথার্থ বলেছেন - " আমাদের এই একসাথে একই মঞ্চে বসে শিক্ষক আন্দোলন সমর্থন করাকে আমাদের মিডিয়া বন্ধুরা দেখাবেন এইভাবে- ' আগামী লোকসভা ভোটে হয়ত আমরা জোট বাঁধতে চলেছি ' !! কিন্তু, তা নয়। পার্টি থাকবে নিজের স্থানে । আজ আমরা এখানে এসেছি আমাদের শিক্ষক মহাশয়দের বঞ্চনার প্রতিবাদ জানাতে ও ওনাদের ন্যায্য দাবিকে সমর্থন জানাতে । "
![]() |
FACEBOOK PAGE- CLICK CLICK & UPDATE ALWAYS |
আর সরকার ! জানি না কেন ওনাদের এত অনীহা, শিক্ষক বন্ধুদের সাথে সরাসরি আলোচনায় বসতে !! UUPTWA এর তরফে বক্তব্য - " মাননীয় শিক্ষামন্ত্রী অন্য সংবাদ চ্যানেলে বলছেন - এভাবে বেতন স্কেল পরিবর্তন করা যায়না !! বা বলছেন সরকারের আর্থিক অবস্থা ভালো হলে তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন !! বেশ , ভালো কথা । কিন্তু এই কথা গুলোই যদি সংবাদ মাধ্যমে না বলে আন্দোলন কারিদের সাথে আলোচনায় বসে বলেন তাহলে কি কোন পাপ লাগতে পারে !! নাকি অচ্ছুৎ হয়ে পড়ার ভয় আছে ! এটা কি খুব বেশী দাবী ছিল !! যার জন্য গ্রেপ্তার করা গেলো কিন্তু আলোচনায় বসা গেলো না !! "
শেষ পর্যন্ত, আন্দোলনকারী শিক্ষকরা সরকারকে আরও কিছুটা সময় দিলেন আলোচনায় বসার জন্য । ১৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হল UUPTWA এর পক্ষ থেকে সরকারকে আলোচনায় বসার জন্য।
![]() |
পৃথা বিশ্বাস - লক আপ এ অনশনরত |
তাহলে সমস্যা জিইয়ে রাখা কেন.........!! অবশ্য সেটা সরকারের ব্যাপার । ওনারা দেখবেন কিভাবে সমস্যা মেটাবেন।
তবে , এটা কিন্তু চরম বাস্তব শিক্ষাগুরু দের অপমান করে কোন দেশ, কোন জাতি, কোন কালেই , কোন ভাবেই , কোন স্থানেই শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে না !!
শেষ কথা - শিক্ষক - সরকার- মিডিয়া - বিরোধী - গ্রেপ্তার - অনশন -পুলিশ - অবরোধ - শিক্ষক আন্দোলন !! আজ সত্যিই ইতিহাস সৃষ্টি করল পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকারা ।
তবে, এ জাতীয় খবরের কোলকাতা শহিদ মিনার থেকে আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
তবে, এ জাতীয় খবরের কোলকাতা শহিদ মিনার থেকে আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-
LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
![]() |
FACEBOOK PAGE- CLICK |
--------------------------------------------------------------------------------------------------------------------------
আপনাকে শতকোটি নমস্কার।এত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য। আপনি সত্যিই প্রমান করলেন মিডিয়া এখনো গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
ReplyDeleteআবার আপনার জন্য রইল নমস্কার।
অসাধারণ বর্ননা.. . অনেক ধন্যবাদ আপনাকে.....
ReplyDeleteAwesome writing with genuine judgement
ReplyDeleteআমাদের আন্দোলনকে এত সুন্দর ও নির্ভেজাল ভাবে বর্ণনা করার জন্য ধন্যবাদ ।SKUMAR.
ReplyDeletedhnoyabad jananor vasa nei........ apnader protiti article khub sundor o osadharon.
ReplyDeleteঅসাধারণ লেখা দাদা,ননমস্কার আপনাকে মন থেকে,এ রকম সুন্দর লেখা অনেক দিন পরে পড়লাম,ধন্যবাদ আপনাকে।
ReplyDeleteThanks Media
ReplyDeleteThanks Media
ReplyDeleteBravo Digitalbarta .....
ReplyDelete