Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Monday, 24 September 2018

WBCS RANKER, DIPANJAN JANA (Rank 2) WILL ANSWER YOUR QUESTION - SEE DETAILS

ASK YOUR QUESTION  TO  DIPANJAN JANA 

WBCS(Exe.), Rank 2 

PROUD OF MIDNAPUR 

প্রশ্ন করুন নিচের কমেন্ট এ...সেই প্রশ্ন  আমরা পৌঁছে দেবো দীপাঞ্জন  স্যার এর নিকট  



SHARE THIS TO MAXIMUM

আছে সম্মান, আছে পাওয়ার , আছে আভিজাত্য সাথে আছে বিতর্ক, আছে কাজের প্রেশার , আছে রাজনৈতিক টানাপড়েন ! তবুও , পশ্চিমবঙ্গের সেরা চাকরি বলতে এক কথায় উত্তর - WBCS
রাজ্যের সবচেয়ে বড় চাকরির পরিক্ষা ! WEST BENGAL CIVIL SERVICE (Exe.) Etc. Exam.    আয়োজন করে থাকে প্রতিবছর  পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন । পশ্চিমবঙ্গের অনেকের কাছেই যা স্বপ্ন ।

আর এই চাকরি পেতে কতই না কাঠখড় পোড়ানো !! তবে এ চাকরি কিছুটা ধাঁধার মতও বলা যায়। যারা সেই ধাঁধাঁ সমাধান করতে পারবেন তাদের কাছে হাতের মুঠোয় আর কারো কারো ক্ষেত্রে ধাঁধাঁ সমাধান করতে করতেই কেটে যায় বছর!! 

কি ভাবছেন ? ধাঁধাঁ কিসের !! কেনো ধাঁধাঁ তো সর্বত্র !

=======================================================================
#BIBLE FOR CIVIL SERVICE ASPIRIANT 
JUST CHECK ONCE 


AN ESSENTIAL BOOK FOR EVERY CIVIL SERVICE ASPIRIANT 
BY SAPTARSHI NAG
========================================================================
 বিশেষ করে  যারা সবে কলেজের গণ্ডী পেরিয়ে সদ্য মনস্থির করেছে পরিক্ষায় বসার ! তাদের কাছে তো এ এক অথৈ সমুদ্র !! কিভাবে আর কোনটা দিয়ে শুরু করব সেটা ভাবতে ভাবতেই ৬ মাস পার !!  কোন বই পড়বো ,কতটা পড়বো, কিভাবে পড়বো !! এমনিতে বাজারে তো হাজার হাজার বই পাওয়া যায় !! কিন্তু সঠিক খোঁজা মানে তো খড়ের গাদায় সূচ খোঁজা !!

আবার অনেকের মধ্যে থাকে  পরীক্ষা সম্পর্কে ভ্রান্ত  ধারনা । কারও আবার যোগ্যতা থাকলেও সঠিক পরামর্শের অভাব !

কেও আবার ভেবে ভেবেই সারা ঐচ্ছিক বিষয় কি নেবো !! কারো ধারনা তথাকথিত কোচিং ক্লাসে নাম তোলাটা অবশ্য কর্তব্য !! এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে তাইনা !!

এ তো গেলো শুধু পড়া !! এরপর আছে লেখা কিভাবে লিখতে হবে , কতটা লিখতে হবে ইত্যাদি। তারপর আছে ইন্টারভিউ ! সবশেষে ক্ষমতার অলিন্দে !

হয়ত বা অন্য বিশেষ কোন প্রশ্ন আপনার মনের কোনে উঁকি দেয়!

তাই, মনের প্রশ্ন আর মনে নয়... পাঠিয়ে দিন আমাদের । আপনাদের করা প্রশ্ন সরাসরি পৌঁছে দেবো দীপাঞ্জন স্যারের কাছে।

আপনার প্রশ্ন পাঠান এখানে -
ই-মেল ঃ digitalbarta18@gmail.com
অথবা , প্রশ্ন পাঠাতে পারেন " CONTACT US " এর মাধ্যমে।
=======================================================================

প্রশ্ন আপনার উত্তর দেবেন দীপাঞ্জন জানা । যিনি এবছর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরিক্ষায় দ্বিতীয় স্থানাধিকারি । 


কি অসাধ্য সাধন তিনি করেছেন ! কি ভাবে পথ চলা শুরু ! কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন তিনি হয়েছিলেন ! চাকরী  করার পাশাপাশি কিভাবে চালিয়েছেন পড়াশোনা  !! নতুনদের  উদ্দ্যেশেই বা তিনি কি বললেন ! কি ঐচ্ছিক বিষয় নেবেন  ! কিভাবে নিজেকে প্রস্তুত করবেন একজন সিভিল সারভেন্ট হিসেবে !  আথবা আপনি করতে চান নিজের কিছু প্রশ্ন তাও করতে পারেন !

শুনব সরাসরি ওনার কাছ থেকে আর সেই বার্তা পৌঁছে দেব আপনাদের কাছে ডিজিটাল বার্তার মাধ্যমে। 

[ [ পুরো সাক্ষাৎকারটি সরাসরি নিজের ই-মেল এ পেতে হলে SUBSCRIBE অপশন এ গিয়ে নিজের ই-মেইল পাঠান ......আমরা ই-মেইল মারফৎ খবরটি পাঠিয়ে দেব আপনাকে ] ]

পেজটির নিচে গিয়ে এখানে আপনার ইমেল সাবমিট করুন 

আপনাদের প্রশ্ন থেকে কিছু বাছাই করা প্রশ্ন  আমরা  তুলে ধরব দীপাঞ্জন  বাবুর কাছে । কি  বললেন সিভিল সার্ভিস পরিক্ষায় দ্বিতীয় স্থানাধিকারি  - দীপাঞ্জন  বাবু প্রকাশ করা  হবে এখানেই।
--------------------------------------------------------------------------------------------------------------------------
তাই যদি আপনারও কিছু প্রশ্ন থাকে  নিচে কমেন্ট এ গিয়ে প্রশ্ন  করুন ...সেখান থেকেই কিছু প্রশ্ন  আমরা বেছে নেবো। 

অথবা প্রশ্ন  পাঠান আমাদের মেইল এ- digitalbarta18@gmail.com
আর নাহয় প্রশ্ন পাঠান আমাদের ফেসবুক পেজ'এ

LIKE OUR FACEBOOK PAGE FOR UPDATE - DigitalBarta
CLICK HERE
FACEBOOK PAGE- CLICK

SHARE THIS TO MAXIMUM- PROUD OF MIDNAPUR - DIPANJAN JANA

WBCS(Exe.) , RANK II

=======================================================================

2 comments:

  1. Sir dipanjan sir ki tution Poran?? Kolkata i kothao...guidance r jonno

    ReplyDelete
  2. Dada science paper tar preparation nebo kivabe?
    2018 ar question puro alada ananya year ar tulanai. Kon pattern follow korbo?
    Study plan bolo jate ei paper ta valo score kora jai.
    Thank you

    ReplyDelete