Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Friday, 7 December 2018

২০১৮ সালের সেরা ১০ টি স্মার্ট ফোন যাদের মুল্য দশ হাজারের মধ্যে বা নিচে !!

নুন্যতম কি কি দেখে এবং কিভাবে  বাছাই করে  কিনবেন নিজের বা প্রিয়জনের  নতুন স্মার্ট ফোন

সাথে দেওয়া হল ২০১৮ সালের বেস্ট ১০ টি স্মার্ট ফোনের লিস্ট যাদের মুল্য দশ হাজার টাকার নিচে 



প্রসঙ্গত জেনে রাখুন এটা কিন্তু একদম নুন্যতম ক্রাইটেরিয়া বলা হচ্ছে অর্থাৎ যত কম দামেরই কিনুন নুন্যতম নিচের পয়েন্ট গুলি যাতে থাকে সেটা দেখে নেবেন- 

বর্তমান দিনে আমরা প্রায়  সবাই স্মার্ট ফোন ব্যবহার করি । তবু হয়ত  একটা প্রশ্ন  শুনলে  কিছুতেই বুঝে উঠতে  পারিনা কি উত্তর দেব তৎক্ষণাৎ ! প্রশ্নটা হল কেও যখন জিজ্ঞাসা করে বসে কি স্মার্ট ফোন কিনব ??

তখন  আমরা ভেবে পাইনা কি সঠিক  উত্তর দেব তাইনা ...।সত্যি তো এত্ত ফোনের  বাজারে কোন  ফোন টার  নাম ই বা বলি ...!! আপনিও কাওকে প্রশ্নটা করে দেখুন কি উত্তর পান ...!! দাইসারা উত্তর পাবেন । অমুক ফোন টা  ভাল আর ওই  ফোন টা  খারাপ কিন্তু সঠিক  কোন  যুক্তিযুক্ত   উত্তর পাওয়া খুব ই মুস্কিল......

তাহলে চলুন  দেখি কিভাবে নতুন স্মার্ট ফোন  কিনতে বা বাছতে হবে .........!

#ফোন কেনার ১০ টি অত্যন্ত প্রয়োজনীয় টিপস

১। প্রথেমেই বাজেট কত জেনে নিতে ভুলবেন  না আসা করি।

২। কি কাজে সে ফোন টা  ব্যবহার করতে চাই  ..।।হ্যাঁ এটা  জানা ভীষণ  জরুরি কারন সিম্পিল ফেসবুক করলে বোঝাই  যে ২জিবি র‍্যাম  হলেই চলবে  তাইনা ...। আর যদি সে অন্ন কিছু বিশেষ  কাজেও লাগাতে চাই  ফোন টি  তাহলে সেটা  বুঝে  র‍্যাম  এর সাইজ বলা যাবে ...। তবে মিনিমাম  ২জিবি র‍্যাম অবশ্যই কিনতে পরামর্শ দেবেন।

৩। বর্তমান  দিনে অবশ্যই আপনি ৪জি ফোন নিতে বলবেন...।

৪। ক্যামেরা দেখে নিতে বলবেন যাতে  মিনিমাম ৮ আর ৫ মেগা পিক্সেল যেন  হয় ই হয়।

৫। ফোন এর ব্যাটারি একটা  গুরুত্বপূর্ণ অংশ ...।তাই অবশ্যই  দেখতে বলবেন ব্যাটারি কত কেপসিটি।(৩০০০ বা তার ওপর হলেই ভালো )

৬। আর একটা  গুরুত্বপূর্ণ  জিনিস হল সার্ভিস সেনটার - কারন ফোন একবার কেনা হয়ে গেলে যে কোন ছোট  -খাট সামস্যায় আপনাকে সার্ভিস সেন্টার  ছুটতে  হতেই পারে  ! তাই সেটা  যদি খুব দূরে হয়  তাহলে কিন্তু হইরানি হতেই পারে।

৭। ওয়ারান্ততি  - এমনিতে যেকোনো  স্মার্ট ফোন এ ১ বছরের ওয়ারান্তি থাকেই হ্যান্ড সেট এর উপর আর বাকি এক্সেসারি  এর উপর ৬ মাস ......সেটা জেনে নেওয়াই ভাল।




৮। মেমোরি কেপাসিটি  - এটাও কেনার আগেই জেনে নেওয়া ভাল ......। আপনি অবশ্যই দেখে নেবেন যে ফোনের মেমোরি স্লট কতটা অর্থাৎ মেমোরি কতটা বাড়ান যাবে মেমোরি কার্ড এর মাধ্যমে  । এ ক্ষেত্রে জেনে রাখুন ফোনের নিজের ও  একটা মেমোরি থাকে ,সেটাও জেনে নেবেন কেনার সময়ই । বর্তমান দিনে অন্তত ফোনের মেমোরি মিনিমাম ৮জিবি আর সেটা যাতে অন্তত ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাই সেটা নিশ্চিত করুন।

৯। ফোনের রেজোলিউশান - যারা একটু ভাল ভিডিও রেকর্ডিং চান তারা দেখে নেবেন ফোনের রেজোলিউশান অন্তত যাতে মিনিমাম ৭২০*১২৮০ পিক্সেল হয়ই । এর চেয়ে কম পিক্সেল হলে ততটা ভালো হবেনা ভিডিও । এটা কিন্তু ফুল এইচ-ডি বলেনা । ফোনের পিক্সেল আনুসারে নিরভর করে ফোন এইচ- ডি হবে নাকি ফুল এইচ- ডি । ফুল এইচ- ডি হলে পিক্সেল হবে ১৯২০*১০৮০ পিক্সেল।

১০। প্রসেসর - হ্যাঁ , এই প্রসেসর এর সাহায্যেই নেট চলে বা নেট এর স্পীড ও নির্ভর করে । তাই খেয়াল রাখুন যে ফোন আপনি কিনতে চলেছেন তার প্রসেসর মিনিমাম  quad core যাতে হয়।

১১। কিনবেন কোথায় -  সবশেষে সিদ্ধান্ত নিন আপনার বাছা ফোন টি কিনবেন কোথায় অর্থাৎ  অন-লাইন নাকি অফ- লাইন !! এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারন একদিকে অন-লাইন এ হরেক রকম অফার আর একদিকে মনে দুশ্চিন্তা ! তাইত ফোন টা একটু নিজের হাতে ছুঁয়ে কেনাটা ভাল হতোনা কি !!?  বিশেষ করে যারা অন- লাইন এ কেনাকাটাই ততটা অভ্যস্ত হননি এখনও যাইহোক এ সিদ্ধান্ত নেবেন আপনি নিজেই । প্রয়োজনে পড়ে দেখতে পারেন -
  


--------------- মনে রাখুন ওপরের ওপরের  ১১ টি  পয়েন্ট কিন্তু মিনিমাম এর ওপর  বেস করে তৈরি অর্থাৎ যেকোনো  স্মার্ট ফোন কিনতে গেলে এগুলো অন্তত দেখে কিনুন । তাহলে নিশ্চিত  ভাবেই বলা যাই অত সহজে ঠকবেন  না বা কম টাকার  ফোন বলে হা-হুতাস ও  করতে হবে না।

তবু আপনাদের সুবিধা মত এখানে ২০১৮  সালের বেস্ট কয়েকটি ফোনের লিঙ্ক ও তাদের বর্ণনা দিচ্ছি .........নিজেও দেখতে পারেন অথবা কেও যদি কিনতে চলেছে ফোন তাকেও শেয়ার করতে পারেন লিঙ্কটি ।

লিঙ্ক গুলি ক্লিক করে আপনি নিজেও দেখে নিতে পারেন তাদের ডিটেলস ও পছন্দ হলে শেয়ার  করতে পারেন বন্ধুদের।




-----------এখানে দেওয়া ফোন গুলো বাদেও আর ও অনেক ফোন আছে ১০ হাজার টাকার মধ্যে । তবে সমস্ত  দিক খতিয়ে দেখে এই তালিকা বানান হয়েছে । তালিকা তৈরি করার আগে দেখা হয়েছে ফোন গুলির রেটিং এবং যারা ইতিমধ্যেই ব্যাবহার করছে বা করেছে তাদের কাছ থেকেও ফিডব্যাক নেওয়া হয়েছে।
আরও একটা কথা মনে রাখবেন এখানে ম্যানশন করা ফোন গুলি কিন্তু ১০ হাজার টাকার নিচে মুল্যের।

সবশেষে আপনাকে ঠিক করতে হবে কোথা  থেকে  আপনি আপনার ফোন কিনবেন ! অর্থাৎ, আসেপাসের  দোকান থেকে নাকি অনলাইনে ! এ ক্ষেত্রে জেনে রাখুন এখন বেশিরভাগ ফোন কিন্তু অনলাইনে পাওয়া যায় ! তাই কিছু ফোন আপনি না চাইলেও আপনাকে অনলাইনেই কিনতে হবে ! তবে অসুবিধের  কিছু নেই ,  কারন - এমনিতেও অনলাইন কেনাকাটায় আপনি মিনিমাম অফার এর সময় ২০০০-৩০০০ টাকা কমে পেতে পারেন আপনার ফোন , থাকবে আরও বিভিন্ন অফার।

আপনি চাইলে পড়ে দেখতে পারেন - কেন অনলাইনে জিনিস কেনাকাটা করবেন !! 

No comments:

Post a Comment