Digital Barta

Digital Barta - An online news portal 24Hours at your service. Here we Value the Genuine news only.

Don't Miss! Grab the Deal Now

Breaking

Sunday, 9 June 2024

June 09, 2024

লিড পায়নি TMC! তাই জল ও আলো বন্ধ!!

💧💦 রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তখন বন্ধ হলো পানীয় জলের সরবরাহ!!
ভোটে লিড পায়নি তৃণমুল তাই এবার পানীয় জল ও রাস্তার বিদ্যুৎ বন্ধ বাঁকুড়া জেলার বেশ কিছু ওয়ার্ডে।।

ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন থেকেই কার্যত সন্ধ্যার পর বাঁকুড়া পৌরসভার বেশ কিছু ওয়ার্ড অন্ধকার এবং দিনের বেলায় নল বাহিত পানীয় জল আসছে না ! 

নাম প্রকাশে অনিচ্ছুক, এমন এক স্থানীয় ব্যক্তি জানালেন ( প্রানবনন্দা পল্লীর বাসিন্দা ) , সেখানকার কাউন্সিলর পরিষ্কার হুমকির স্বরে জানিয়ে দিয়েছেন ওনার এলাকা থেকে লিড দিতে না পারার জন্য এই অবস্থায় ভুগতে হবে বাসিন্দাদের!! 

একদিকে, বাঁকুড়ার বিভিন্ন এলাকা এমনিতেই জল সংকটে , তার ওপর নল বাহিত জল সরবরাহ বন্ধ থাকায় চরম অব্যবস্থার মধ্যে স্থানীয় বাসিন্দারা !! 
সন্ধ্যের দিকে সাহানা পল্লি, প্রানবন্ন্দপল্লী , পাম্প মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তা সমেত অনেক জায়গায় রাস্তার আলো বন্ধ থাকায় অন্ধকারে ডুবে শহরবাসী ।। 
বিশেষ করে , পাম্প মোড় থেকে হাসপাতাল রাস্তাটি অন্ধকারে থাকায় রোগীদের আত্মীয় পরিজনদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ।

Thursday, 16 June 2022

June 16, 2022

এক বিচারপতির সাহসে, উদ্বেগে শাসক দলের একাধিক নেতা, ব্যাবস্থা নিতে...!!


গত কয়েকমাস ওনার একের পর এক রায়ে নাস্তানাবুদ হয়েছে রাজ্য সরকার, মুখ পুড়েছে রাজ্য জুড়ে... চাকরি থেকে বরখাস্ত হয়েছে একের পর এক মন্ত্রী কন্যা থেকে গ্রাম প্রধানের ছেলে মেয়ে....!! 

পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার মাথায় বন্দুক রাখলেও অন্যায় এর বিরুদ্ধে আমার এই লড়াই জারি থাকবে...

ওনাকে আটকাতে হাইকোর্ট চত্বরে ওনাকে প্রবেশের পথে বাধা দিয়েছেন সরকার পন্থী আইনজীবীরা... 
... না... তবু ওনাকে আটকাতে পারা যায়নি.....

একের পর এক আমলা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তৎক্ষণাৎ CBI অফিসে হাজিরা দিতে.... 

এহেন বিচারপতি যে শাসক দলের গলার কাঁটা তা আর বলার প্রয়োজন বোধ হয় নেই.....

বর্তমানে তিনি প্রাইমারিতে বেআইনি চাকরি সংক্রান্ত বিষয়ের দায়িত্বে আছেন..... প্রথমেই 269 জনের চাকরি বরখাস্ত করেছেন, যারা ঘুষ দিয়ে / প্রভাব খাটিয়ে চাকরিতে নিয়োগ পেয়েছিলেন.... যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় জেলায় জেলায় এবং রাজ্য জুড়ে..... 

এবার সেই বিচারপতি পরিষ্কার জানিয়েছেন আগামীতে হাজার হাজার চাকরি গেলেও অবাক হবেন না...!!
যা নিয়ে শাসক দলের অন্দরে কাঁপুনি ধরেছে....

বাধ্য হয়ে জেলায় জেলায় যারা টাকা তুলেছিলেন এবং চাকরি দিয়েছিলেন তারা এক যোগে রাজ্য নেতৃত্বের কাছে দরবার করছেন কিছু একটা বিহিত করার জন্য....! 

বলাই বাহুল্য, সরকার পুরোপুরি এক গলা জলে পড়েছে.... এবার সারা রাজ্য জুড়ে এতো অনৈতিক নিয়োগ হয়েছে স্কুল গুলিতে যে, ঠগ বাঁচতে গা উজাড় হওয়ার সম্ভাবনা....

সেরকম কিছু হলে সমস্যায় পড়বেন দল... তাই, দলের মধ্যেই আলোচনা শুরু হয়েছে বিচারপতি কে কিভাবে আটকানো যায় তা নিয়ে...!!

আপাতত, সরকার বিচারপতির রায়ের বিপক্ষে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আগামী সোমবার কিন্তু, তাতে যদি কিছুটা হলেও সুরাহা হয়..... সেই আশায়

তবে, দলের জেলার নেতৃত্ব অবশ্য এর কিছু একটা স্থায়ী সমাধানের পক্ষে..... কিন্তু, কিভাবে?? 
তাই নিয়ে গোপন আলোচনা চলছে মাঝে মধ্যেই... তবে, তা নিয়ে সবার মুখেই কুলুপ....!!

যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাই শাসক দল ও খুব সাবধানে রয়ে সয়ে পা ফেলার পক্ষপাতী.... তাই, আপাতত আগামী সোমবার আইনি ভাবে ডিভিশন বেঞ্চে মোকাবিলা হবে... তারপর পরিস্থিতি দেখে আগামী পদক্ষেপ নেওয়া হবে দলের তরফ থেকে...

তবে, একটা কথা পরিষ্কার যে, এক বিচারপতি পুরো শাসক দলের অন্দরে ত্রাহি ত্রাহি রব তুলে দিয়েছেন....
ওনার নাম কি আর আলাদা করে বলার প্রয়োজন আছে..?? তার চেয়ে বরং এই মহান বিচারপতির নাম আপনারাই কমেন্ট জানান Hastag (#) সহযোগে..... 

রাজ্যবাসিও দেখার অপেক্ষায় আগামী দিনে আর কতো চাকরি থেকে বরখাস্ত হয় এবং সরকার সেটা কিভাবে সামলায়...

প্রসঙ্গত, জানিয়ে রাখি এ বিষয়ের যেকোনো আপডেট সরাসরি আপনার ফেসবুকে পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজ Digital Barta 🙏 

Monday, 13 June 2022

June 13, 2022

কাদের চাকরি গেলো হাইকোর্টের রায়ে! দেখুন পূর্ণাঙ্গ তালিকা

নবম - দশম এর পর এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি গেলো হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর রায়ে...
প্রসঙ্গত, 2017 সালে প্রাথমিক স্কুলে নিয়োগের যে দ্বিতীয় তালিকা বের হয়েছিল তা ছিল বেআইনি এবং বিধি বহির্ভূত ভাবে সেই দ্বিতীয় তালিকায় থাকা প্রত্যেককে ১ নাম্বার করে বাড়তিও দেওয়া হয়েছিল..

কোর্টে সরকার পক্ষের আইনজীবী বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি কেনো ওই তালিকায় থাকা 269 জনকে আলাদা করে বাড়তি ১ নাম্বার করে দেওয়া হয়েছিল....

তখনই বিচারপতি জানান প্রাথমিকভাবে প্রমাণিত যে, নিয়োগ প্রক্রিয়াতে অনিয়ম হয়েছে এবং সেজন্য তিনি তৎক্ষণাৎ CBI তদন্তের নির্দেশ দেন... সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিব কে CBI দপ্তরে হাজিরার নির্দেশও দেন.....

আর যারা অবৈধ ভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের বরখাস্ত করা হয় এবং সাথে বেতন ফেরৎ এর ও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে....

এবার এই 269 জন কোন কোন জেলার এবং কোন জেলার কতজন আছে তা নিচে দেওয়া হলো.... প্রাথমিকভাবে যে যে DPSC সেই সমস্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে তাদের তালিকা দেওয়া হলো... ( যদিও Digital Barta কোনো তালিকা যাচাই করে দেখেনি)

পরবর্তী ক্ষেত্রে আরো বাকি DPSC গুলো থেকে যে তালিকা প্রকাশ হবে তা এখানেই দেওয়া হবে :

পূর্ব মেদিনীপুরের 30 জনের তালিকা 

Bakura জেলা থেকে ১১ জনের নাম

বর্ধমান জেলা থেকে মোট 17 জনের নাম 

 
নদিয়া জেল থেকে ১৪ জনের নাম আছে 
 
হাওড়া জেলা থেকে ১২ জন 

উত্তর দিনাজপুর থেকে 40 জন 

কোচবিহার থেকে 32 জনের নাম আছে তালিকায় 

হুগলি জেলা থেকে 68 জনের নাম রয়েছে 

আলিপুরদুয়ার জেলার ১ জনের নাম আছে 

দক্ষিণ চব্বিশপরগনা জেলার 38 জনের নাম আছে তালিকায় 


আপাতত এই সাতটি জেলা থেকে মোট 263 জনের নাম পাওয়া গেছে, বাকি 6 জন কোন কোন জেলার তার তালিকা শীঘ্রই প্রকাশিত হবে...

সেই সমস্ত তালিকা DPSC থেকে প্রকাশিত হলেই দেওয়া হবে এখানে অথবা আমাদের ফেসবুক পেজ #Digital_Barta তে...

তবে পুরুলিয়া জেলার DI (প্রাথমিক) জানিয়েছেন, সেই জেলায় সেইরকম কোনো তালিকা এসে পৌঁছয়নি.... 


সম্পূর্ণ তালিকা পেতে লাইক দিয়ে সঙ্গে থাকুন....
Digital Barta : https://www.facebook.com/DigitalSpeech/

Monday, 10 January 2022

January 10, 2022

2017 সালের প্রাথমিক TET রেজাল্ট দেখুন সরাসরি

2017 প্রাথমিক TET এর ফল প্রকাশ 

প্রকাশিত হলো 2017 সালের TET পরীক্ষার ফল... যার পরীক্ষা হয়েছিল 31/01/2021 সালে.. উত্তীর্ণ হয়েছেন 9886/- জন

পরীক্ষার্থী রা নিজেদের রেজাল্ট সরাসরি চেক করে নিতে পারবেন নয় সংখ্যার TET রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে...

রেজাল্ট দেখার জন্য ক্লিক করুন নিচের লিঙ্ক :

Friday, 6 August 2021

August 06, 2021

অনিশ্চিত আশ্বাসে উঠে গেল রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ

 অনিশ্চিত আশ্বাসে উঠে গেল রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ


নায্য বেতন কাঠামোর দাবিতে রাজ্যের নার্স ক্যাডারদের অবস্থান বিক্ষোভ আপাতত উঠে গেল এস এস কে এম চত্বর থেকে ! প্রসঙ্গত , দ্বাদশ দিনে পড়েছিল নার্সদের অবস্থান এবং আজ এক মিছিলের ঘোসনা করা হয়েছিল নার্সেস উনিটি র পক্ষ থেকে ....

সেই সূত্রেই আজ জমায়েত ছিল সর্বোচ্চ , সকল থেকেই ভিড় বাড়ছিল অল্প অল্প করে .....বেলা বাড়ার সাথে সাথেই সেই জমায়েত ছিল চোখে পড়ার মতো ...

স্বভাবতই , রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে ছিল প্রথম থেকেই ....শেষমেষ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী  ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ অধিকারিররা ডেকে পাঠান  নার্সেস উনিটি'র নেত্রীদের ......বলাই যায় , সময় কেনা ছাড়া আর কোনো রাস্তা ছিল না সরকারের কাছে !


তবে, বিকেলে আলোচনার পর সাংবাদিকদের উদ্যেশ্যে যা বললেন মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য তাতে পরিস্কার বোঝায় যায় , সরকার চেয়েছিল এই অবস্থান বিক্ষোভ যেমন করে হোক থামাতে হবে ! তিনি জানালেন - " আলোচনা হয়েছে , ওনাদের জানিয়েছি ওনাদের ফাইল তো অলরেডি পে কমিশন এর কাছে পাঠানো হয়েছে , তাই পে কমিশন নিজের মতো সিদ্ধান্ত নেবেন , ওটা তো ওনারাই ( পে কমিশন ) বলতে পারবেন "


অন্যদিকে নার্সেস উনিটি র পক্ষ থেকে জানানো হয়েছে যে , "সরকার আমাদের থেকে ৩/৪ মাস সময় চেয়েছেন এবং জানিয়েছেন এর মধ্যেই আমাদের যে দাবি তা পূরণ হবে ......."


৩/৪ মাস পরে কি হবে তা আপাতত সময় বলবে ! তবে , নার্সেস উনিটি র এটাকে নিজেদের জয় বলেই দেখছেন এবং বিশ্বাস করেন সরকার নিজেদের কথা রাখবেন .....তবে , রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকার পরোক্ষভাবে কিছুটা সময় নিলেন ....

তবে , এই অবস্থান বিক্ষোভ উঠে যাওয়ার ফলে প্রাথমিকভাবে স্বস্থির নিশ্বাস রাজ্য সরকারের ...এবং  আগামীদিনে এ জাতীয় আন্দোলন ও বিক্ষোভ কিভাবে গোড়াতেই আটকানো যায় তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন ! 

GET CASHBACK ON
SHOPPING & RETURN

প্রসঙ্গত , নায্য বেতন কাঠামো র দাবিতে রাজ্যে প্রথম আন্দোলন শুরু করেন রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা এবং লাগাতার অনশনের পরে সরকার তাদের আংশিক দাবি মানতে বাধ্য হন  - 


এবার সরকার দেখল নায্য বেতনের দাবিতে নার্সেদের অবস্থান বিক্ষোভ ! তাই এক এক করে যদি আগামীদিনে  সবাই এভাবে সরকারকে চাপে ফেলতে যাতে না পারে তাই আপাতত সেই নিয়েই ভাবনা চিন্তা শুরু করেছে সরকার .....

________________________________________________________________________________

এই স্লোগানে এখন কাপছে কলকাতার এস এস কে এম চত্ত্বর ! এই প্রবল বৃষ্টির মধ্যেও ওরা আছে ত্রিপল খাটিয়ে , ওনারা কাজের যাবতীয় চাপের মধ্যেও রোজ পালি করে এসে......

CLICK HERE TO READ MORE 



________________________________________________________________________


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

August 06, 2021

কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করবেন? দেখে নিন এক নজরে

কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করবেন ! এখনো যারা করেননি তাদের জন্য


জেনে নিন অনলাইনে স্টেপ বাই স্টেপ পদ্ধতি :


১) পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।

২) ওয়েবসাইট খুলে বাঁ-দিকে 'Ration Card' অপশনটি সিলেক্ট করুন।

৩) এরপর 'Apply Online'-করুন।

৪) তারপর 'Apply for updating Aadhaar No. and Mobile No. for already existing Digital Ration Card Submit'-তে ক্লিক করুন।

৫) প্রয়োজনীয় তথ্যাবলী ভরুন।

৬) আধার কার্ডের কপি আপলোড করুন। এরপর 'Submit' করুন।


এক্ষেত্রে জানিয়ে রাখা এখন অনলাইনে আর করা যাচ্ছে না প্রযুক্তিগত সমস্যার জন্য , তাই এখন আপাতত প্র্যতেককে বায়ো মেট্রিক পদ্ধিতিতে বা নিজের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে নতুন ভাবে আপলোড ও সংসধনের যাবতীয় কাজ করতে হচ্ছে !

TO Download Whatsapp "Hi" To 9732 680 693
Or
Click Here To Install From Play Store
Buyer India

GET CASHBACK ON SHOPPING & RETURN

অফলাইন :

নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন দোকান থেকে আধার-রেশন কার্ড সংযোগ হবে। সঙ্গে লাগবে মোবাইল নম্বরও।
__________________________________________________________________________________

কিভাবে বাড়িতে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন : ক্লিক করুন বিস্তারিত 

 সরকারিভাবে অবশ্য বহুবার চেষ্টা করা হয়েছে  - দালাল চক্র হাটিয়ে সাধারন মানুষ কে যতটা সম্ভব সরিকারি পরিষেবা দেবার। সেই চেষ্টার নবতম সংযোজন  - ড্রাইভিং লাইসেন্স ।

হ্যাঁ , এবার থেকে আপনি বাড়ীতে বসেই পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স । আর আপনাকে যোগাযোগ করার কোন প্রয়োজন নেই দালালদের সাথে।

বিস্তারিত জানতে জানুন এখানে ক্লিক করে :



এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন আপনি করতে পারবেন অনলাইনে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। সুতরাং, আর আপনাকে গুণতে  হবেনা কোন  অতিরিক্ত টাকাও।

________________________________________________________________________________



August 06, 2021

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বই! অবাক হবেন না, এটাই সত্যি - দেখুন কি সেই বই

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বই!

একটা বই ! তাও আবার ভয়ঙ্কর ! এটাও কি সত্যি হতে পারে !
আপাত অবাক লাগলেও এটাই সত্যি ! একটি বই যা পৃথির ভয়ঙ্করতম বই হিসেবে পরিচিত...!! কি সেই বই ? 
আসুন জেনে নিই - 

প্রথমেই বলি বিজ্ঞানী মেরি কুরি'র নাম শুনেছেন নিশ্চয় , যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিস্কার করার জন্য ...উনি এবং অনার স্বামী পিয়েরি কুরি দুইজনেই পেয়েছিলেন নোবেল পুরস্কার ........

সেই মেরি কুরি -র 'ল্যাবরেটরি নোটবুক'-কে বিশ্বের সবচেয়ে বিপদজনক বই হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু কেন ? কি এমন আছে তাতে !!?


LIKE OUR FACEBOOK PAGE - DIGITAL BARTA 

মেরি কুরি  এবং তার স্বামী পিয়েরি কুরি  তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম  এবং রেডিয়াম  আবিষ্কার করেছিলেন এবং এই তেজস্ক্রিয়তার গবেষণা করতে গিয়ে মেরি কুরি নিজেই  তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন এবং মারা যান।
________________________________________________________________________________

" উত্সস্রী " ভয়ের নাকি ভরসার ! দোলাচলে শিক্ষক শিক্ষিকারা ! কি বলছেন এই উত্সস্রী সম্পর্কে রাজ্যের শিক্ষক / শিক্ষিকারা - জানতে ক্লিক করুন এখানে 


___________________________________________________________________________________

মেরি কুরি নিজের তেজস্ক্রিতা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার  কাজে যে নোটবুক ব্যবহার করত তাতে  এতটাই তেজস্ক্রিয়তা জড়িয়ে আছে যে ,সুরিক্ষিত প্রটেকশন ছাড়া নোটবুকটি ব্যবহার করা বিপদজনক।
এই অতিরিক্ত বিপদজনকের কারণে বইটি তার বাড়ি থেকে সরিয়ে Byliotext National-এ সুরক্ষায় সহিত রাখা হয়েছে....